For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টে স্রেফ সিলমোহরের অপেক্ষা! জানেন, কবে কোন জেলায় নির্বাচন

রাজ্যে পঞ্চায়েতের দামামা অবশেষে বেজেই গেল। মাঝে আর মাত্র একমাস, এপ্রিল কাটলেই মে-তে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে দিনক্ষণ।

Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চায়েতের দামামা অবশেষে বেজেই গেল। মাঝে আর মাত্র একমাস, এপ্রিল কাটলেই মে-তে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে দিনক্ষণ। রাজ্য সরকার ঘোষণা না করলেও মে মাসের প্রথম সপ্তাহেই ভোটের বিষয়টি চূড়ান্ত করে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে রাজ্য সরকারকে।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টে স্রেফ সিলমোহরের অপেক্ষা! জানেন, কবে-কোথায় হতে পারে ভোট

[আরও পড়ুন: মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়][আরও পড়ুন: মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়]

বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্য সরকারকে ভোটের নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছে। এবার তিন দফায় রাজ্যের পঞ্চায়েত ভোট করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সেই মোতাবেক- ৩, ৭ ও ১০ মে ভোট হতে পারে রাজ্যে। আর ভোটের ফলাফল প্রকাশ হবে ১৩ মে।

[আরও পড়ুন: মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ][আরও পড়ুন: মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ]

নির্বাচন কমিশনের পাঠানো প্রস্তাবেই সিলমোহর পড়তে চলেছে বলে জানা গিয়েছে। চিঠিতে কোন দফায় কোন জেলায় ভোট হবে, তাও একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গের ৬টি জেলায় নির্বাচন হবে। আর দ্বিতীয় ও তৃতীয় দফায় ভোট হবে দক্ষিণবঙ্গে। তার মধ্যে দ্বিতীয় দফায় অর্থাৎ ৭ মে ভোট হবে মুর্শিদাবাদ-সহ ৬ জেলায়। বাকি জেলাগুলিতে ভোট হবে শেষ দফায় অর্থাৎ ১০ মে।

এখন স্রেফ রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। তারপরই রাজ্যজুড়ে ভোটের রেওয়াজ শুরু হয়ে যাবে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজ্য সম্মত হয়েছে বলেই নির্বাচন কমিশন চিঠির আকারে ভোটের নির্ঘণ্ট তৈরি করে দিয়েছে। এই প্রস্তাবিত নির্ঘণ্টের সঙ্গে খুব বিশেষ পরিবর্তন হবে না বলেই বিশেষজ্ঞদের মত। সরকারে সামান্য বদল ঘটাতে পারে নির্ঘণ্টে।

[আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে তৃণমূলে চললেন বিধায়ক! শুভেন্দুর হানায় নিজ-গড়ে আরও 'দুর্বল' অধীর ][আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে তৃণমূলে চললেন বিধায়ক! শুভেন্দুর হানায় নিজ-গড়ে আরও 'দুর্বল' অধীর ]

English summary
Panchayat Election has been scheduled but just waiting for the green signal of State government. Election commission now writes a letter to government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X