For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙন অব্যাহত বিরোধী শিবিরে, বিধায়কের পর এবার কারা যোগ দিলেন তৃণমূলে

পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য, লোকাল কমিটির সম্পাদক- কেউই বাদ নেই এই দলবদলের তালিকায়।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য, লোকাল কমিটির সম্পাদক- কেউই বাদ নেই এই দলবদলের তালিকায়। ভোট যত এগিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে শাসক শিবিরে। সিপিএম-কংগ্রেস থেকে শুরু করে বিজেপি শিবিরেও সংগঠনে রক্তক্ষরণ চলছে।

ভাঙন অব্যাহত বিরোধী শিবিরে, বিধায়কের পর এবার কারা যোগ দিলেন তৃণমূলে

[আরও পড়ুন:বিজেপিকে ছেড়ে মমতা-সখ্যে আরও এক মুখ্যমন্ত্রী! দ্রুত বদলাচ্ছে জাতীয় রাজনীতির সমীকরণ][আরও পড়ুন:বিজেপিকে ছেড়ে মমতা-সখ্যে আরও এক মুখ্যমন্ত্রী! দ্রুত বদলাচ্ছে জাতীয় রাজনীতির সমীকরণ]

মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন, যতদিন না বহরমপুরে অধীর চৌধুরীকে হারাতে পাচ্ছেন ততদিন স্বস্তি নেই। কান্দির বিধায়ক অপূর্ব সরকার সম্প্রতি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি পতাকা তুলে নেন। তার আগে সাগরদিঘির কংগ্রেস প্রার্থীকে নিজেদের দলে টেনে বার্তা দিয়েছিলেন শুভেন্দু।

তবে এই দলবদলের ধারা অব্যাহত তার পরেও। প্রতিদিনই একজন না একজন নেতা সদলবলে যোগ দিচ্ছেন শাসক শিবিরে। মুর্শিদাবাদে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে তৃণমূল। শুধু কংগ্রেস নয়, সিপিএম ও বিজেপি শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছেন অনেকে। আর বিরোধী শিবিরে এই ভাঙনে আনন্দিত শাসক দলের নেতারা। একইসঙ্গে কপালে ভাঁজ পড়ছে বিরোধী শিবিরে।

[আরও পড়ুন: আরও একটা জয়ে বিজেপিকে টেক্কা তৃণমূলের! সুপ্রিম কাঁটায় বিদ্ধ গুরুং গ্রেফতারির মুখে][আরও পড়ুন: আরও একটা জয়ে বিজেপিকে টেক্কা তৃণমূলের! সুপ্রিম কাঁটায় বিদ্ধ গুরুং গ্রেফতারির মুখে]

কান্দির বিধায়ক দল ছাড়ার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই তৃণমূলে যোগ দিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লায়লি মণ্ডল, সিপিএমের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অরূপ ঘোষ, সাগরদিঘি ব্লকের মণিগ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য আজাদ-সহ দুই শতাধিক কর্মী। জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

English summary
Over two hundred workers of opponent join in TMC at Murshidabad. Everyday opponent are broken by TMC before panchayat election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X