For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের ওপর ' বহিরাগত সশস্ত্র' হামলা! কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ। বুধবার গভীর রাত পর্যন্ত প্রশাসনিকভবনের সামনে তাণ্ডব চলে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ। বুধবার গভীর রাত পর্যন্ত প্রশাসনিকভবনের সামনে তাণ্ডব চলে বলে অভিযোগ। যদিও সূত্রের খবর অনুযায়ী, উপাচার্য ধরনীধর পাত্রের দাবি, আন্দোলনরত ছাত্রদের একাংশই এই হামলায় দায়ী। বাইরে থেকে কোনও হামলা হয়নি।

আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বহিরাগত সশস্ত্র হামলা! কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ আন্দোলন চলছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্রদের একাংশের দাদাগিরি এবং টাকা তোলার প্রতিবাদ করে অপর একটি অংশ। অশান্তির জেরে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকে। এরই প্রতিবাদে ৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও চতুর্থবর্ষের ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ শুরু করে। বুধবার থেকে অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধে থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখে কাপড় বেধে আসা বহিরাগতরা এই হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। চেন দিয়ে ছাত্রদের ওপর হামলা করা হয়। ক্যাম্পাসের বাইরে থেকে বোমা-গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। ঘন্টা চারেক ধরে এই হামলা চলে। বেশ কয়েকজন ছাত্র এই হামলায় রক্তাক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের গেটের হোর্ডিং পাথর দিয়ে ভেঙে দেওয়া হয়। টিএমসিপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শুধু ছাত্রদের ওপরেই হামলা নয়, ছাত্রীদের হস্টেলেও তাণ্ডবের অভিযোগ উঠেছে। ছাত্রীদের হস্টেলের ছাদের দরজা ভেঙে ঢোকে হামলাকারীরা। নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। ছাত্রীদের ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই এর জেরে প্রথম বর্ষের ছাত্রীরা হস্টেল ছেড়েছেন বলে জানা গিয়েছে। ছাত্রীদের ধাওয়া করে জুতো পেটা করা হয় বলেও অভিযোগ।

ছাত্রছাত্রী ও অধ্যাপকদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরেই বেড়েছে দুষ্কৃতী কার্যকলাপ। ছাত্রছাত্রীদের প্রতিবাদের মধ্যে এই বিষয়টিও ছিল। কিন্তু বুধবার রাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঘটনায় টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও করেছেন কেউ কেউ।

সূত্রের খবর অনুযায়ী, উপাচার্যের দাবি, আন্দোলনকারী ছাত্রদের একাংশ এই হামলার সঙ্গে জড়িত। বাইরে থেকে কোনও হামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

English summary
Outsiders allegedly attacked agitated students of Bidhan Chandra Krishi Viswavidyalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X