For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অনেক আসনই তো পেল বিরোধীরা, আর কত চায়?' : মমতা বন্দ্যোপাধ্যায়

Google Oneindia Bengali News

কলকাতা, ২৮ এপ্রিল : বেলা গড়াতেই রাজ্যে পুরসভা নির্বাচনের চিত্রটা ক্রমশ স্পষ্ট হতে শুরু করল। কলকাতা-সহ গোটা রাজ্যে তৃণমূলের দাপটই আরও একবার স্পষ্ট হয়ে উঠল। (দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত) কলকাতায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে এগিয়ে তৃণমূল। অন্যদিকে রাজ্যের বাকি ৯১টি পুরসভার মধ্যে ৭০টিতেই এগিয়ে তৃণমূল। কলকাতায় যেখানে লড়াইটা বাম-বিজেপির মধ্যে। সেখানেই রাজ্যে বিজেপি জয়ের খাতাই খুলতে পারল না, ফলে দ্বিতীয় স্থানের লড়াইটা মূলত দাঁড়াল কং-বামেদের মধ্যে। [কলকাতা-সহ রাজ্যে তৃণমূল ঝড়, কোনওমতে অস্বিত্ব টেকাল বামেরা, রাজ্যে খাতাই খুলল না বিজেপি]

এদিকে পুরভোটের ফল স্পষ্ট হতেই কালীঘাটে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিরোধীদের রিগিং মন্ত্রের কটাক্ষ করে দলের জয় বাংলার মানুষকেই উৎসর্গ করলেন তিনি। বললেন, "নির্বাচন গণতন্ত্রের উৎসব। আমাদের জয় মানুষের জয়। আমার প্রণাম ও সেলাম বাংলার মানুষের জন্য।" তবে ভূমিকম্পে নেপালের ভয়াবহ অবস্থার জন্য শোকজ্ঞাপন করে দলীয় কর্মীদের বিজয় মিছিল থেকে বিরত থাকার আহ্বাণ জানিয়েছেন নেত্রী।

'অনেক আসনই তো পেল বিরোধীরা, আর কত চায়?' : মমতা বন্দ্যোপাধ্যায়

একইসঙ্গে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিরোধী দলগুলি এবং মিডিয়ার একাংশকে একহাত নিয়েছেন নেত্রী। মিডিয়া বিভিন্ন ভুয়া খবর চ্যানেলে দেখিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে বলে অভিযোগ মমতার।

মমতা বলেন, "৪০০০টি সংবেদনশীল বুথের মধ্যে ১৫টি বুথ থেকে অভিযোগ এসেছে। নির্বাচনের সন্ত্রাসে ১ জনের মৃত্যু হয়েছে, তিনি তৃণমূলেরই কর্মী। বিরোধীরা রিগিং রিগিং করে চেঁচাচ্ছে। যদি আমরা রিগিং করতাম তাহলে কী আমাদের কাউন্সিলররা এবারের নির্বাচনে হারত। বিরোধীরা তো অনেক আসনই পেয়েছেন। এরপরও আর কত চায় ওরা? ভোট সমীক্ষাতেই বলেছিল ১১০টি আসনে তৃণমূল জিতবে, সেই সমীক্ষা যখন সত্যি হচ্ছে তখন এত শোরগোল কিসের?"

বিজেপি-সিপিএমের গোপন জোটের অভিযোগও তোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, একই পালকের পাখি বাম ও বিজেপিরা। ওরা একসঙ্গে বনধও ডাকছে। কিন্তু এই আঁতাতেও লাভ হচ্ছে না কোনও। গ্রাম বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছে। শহরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছে। সিপিএম ও বিজেপি এখন এক হয়ে গিয়েছে। রাজনীতিতে মতাদর্শের কোনও স্থানই নেই তাদের কাছে।

অন্যদিকে রাজ্যের একটি পুরসভাও নিজেদের দখলে আনতে পারল না বিজেপি। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংকীর্ণ রাজনীতি করার ফল পেয়েছে বিজেপি।

একইসঙ্গে মমতা এও জানিয়ে দিয়েছেন, উত্তরবঙ্গেও ভাল ফল করেছে তৃণমূল। রাজ্যের যে পুরসভাগুলিতে ত্রিশঙ্কু হয়েছে, তাতে পুরবোর্ড গঠন করবে তৃণমূলই।

English summary
'Oppositions got too many seats, how many more they want?', says Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X