For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি রাজনীতি করতে ব্যস্ত, বাংলাকে সুশাসন দেবে বিজেপিই, বললেন অমিত শাহ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অমু
কলকাতা, ৭ সেপ্টেম্বর: কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস মাসতুতো বোন। এদের কোনও ফারাক নেই। বাংলাকে বিজেপিই সুশাসন দিতে পারে। রবিবার এখানে একটি জনসভায় এ কথা বলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

দু'দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। এ দিনই ছিল সফরের শেষ দিন। সকালে গিয়েই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। ভিজিটর্স বুকে নিজের মন্তব্য লেখেন এই ধর্মপ্রাণ মানুষটি। মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁর কাছে আবেদন করা হয়, যেন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী এখানকার দায়িত্ব নেয়। কারণ দেশের বড় বড় মন্দিরগুলিতে এমনই ব্যবস্থা রয়েছে। অমিত শাহ আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলবেন। দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহের সঙ্গী ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা।

বিজেপি রাজ্য কমিটির বৈঠকে হাজির থাকার পাশাপাশি তিনি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রীতেশ তিওয়ারির সমর্থনে বউবাজারে আয়োজিত জনসভায় ভাষণ দেন। বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ দিদিকে ক্ষমতায় এনে দেখলেন, কিছুই বদলাল না। এখানে উন্নয়ন হয়নি। বেকাররা আজও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা সুরক্ষিত নয়। একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। দিদি শুধু রাজনীতি করতেই ব্যস্ত। আসলে এই কমিউনিস্টরা আর তৃণমূল কংগ্রেস মাসতুতো বোন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটা চালাতে না পারেন, তা হলে দায়িত্ব ছেড়ে দিন। বিজেপি বাংলাকে সুশাসন দেবে।" দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয় চাই-ই চাই। আর এই জয়যাত্রায় সূচনা হোক চৌরঙ্গি থেকে।

দলীয় সূত্রে খবর, সারদা-কাণ্ড, খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নিয়ে তিনি কর্মীদের আন্দোলনে নামতে বলেছেন। আশ্বাস দিয়ে বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যাপারে সব সময় পাশে আছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata: BJP President Amit Shah visits Dakshineswar Temple <a href="http://t.co/wyYxaL8MlM">pic.twitter.com/wyYxaL8MlM</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/508471910473007104">September 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata: Amit Shah in BJP State Committee Meeting <a href="http://t.co/WdNHyDzrl4">pic.twitter.com/WdNHyDzrl4</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/508490216613478400">September 7, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Only BJP can provide good governance to Bengal, says confident Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X