For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামনবমীর মিছিলকে ঘিরে রানিগঞ্জে অশান্তি, মৃত ১, আশঙ্কাজনক পুলিশ আধিকারিক

রামনবমীর মিছিলকে ঘিরে অশান্ত রানিগঞ্জ। একাধিক দোকান ও বাড়িতে আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বোমার ঘায়ে গুরুতর জখম হয়েছেন কমিশনারেটের ডিসি।

  • |
Google Oneindia Bengali News

রামনবমীর মিছিলকে ঘিরে অশান্ত রানিগঞ্জ। একাধিক দোকান ও বাড়িতে আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বোমার ঘায়ে গুরুতর জখম হয়েছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অরিন্দম দত্ত চৌধুরী। মিছিলে বাবুল সুপ্রিয় থাকার কথা থাকলেও তিনি কেন ছিলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রামনবমীর মিছিলকে ঘিরে রানিগঞ্জে অশান্তি, মৃত ১, আশঙ্কাজনক পুলিশ আধিকারিক

রামনবমীর মিছিলকে কেন্দ্র প্রায় প্রত্যেক বছরই উত্তপ্ত হয় রানিগঞ্জের রাজারবাঁধ এলাকা। এবার পুলিশ আগে থেকে সতর্ক থাকলেও এড়াতে পারল না গোষ্ঠী সংঘর্ষ। রানিগঞ্জের রাজারবাঁধ এলাকা দিয়ে মিছিল যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ। শুরু হয়ে যায় সংঘর্ষ। রানিগঞ্জ এলাকায় প্রতিবছর চল্লিশটির বেশি মিছিল বের হয় রামনবমীকে কেন্দ্র করে। রাজারবাঁধ এলাকার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় থাকা মিছিলগুলি থেকে উত্তেজনা ছড়ায়। জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি, দোকান, গাড়ি। পরিস্থিতি সামাল দিতে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত পুলিশের এক পদস্থ আধিকারিক-সহ আহত হয়েছেন ৫০ জনের বেশি। ভিড়ের মধ্যে থেকে পুলিশ আধিকারিক অরিন্দম দত্ত চৌধুরীকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বোমা ফেটে তাঁর ডান হাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যাঁর নাম মহেশ মণ্ডল।

মিছিলে যোগ দেওয়ার কথা থাকলেও আগে সেখানে যাননি স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, কলকাতা থেকে রানিগঞ্জ ফেরার সময় তিনি ঘটনাটি জানতে পারেন। চক্রান্তের জেরেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন বাবুল। অন্যদিকে, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ কিছু দায়িত্ব জ্ঞানহীন লোক ঘটনাটি ঘটিয়েছে।

এই পরিস্থিতিতে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন বাবুল সুপ্রিয় এবং জিতেন্দ্র তিওয়ারি। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।

English summary
One kills and Police officer seriously injure in Ram Navami clash in Ranigunge's Rajarbandh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X