For Quick Alerts
For Daily Alerts
কোচবিহারে ফের উদ্ধার কার্বাইন! নেতার পর পুলিশের জালে দুই যুবক
কোচবিহার থেকে ফের উদ্ধার কার্বাইন। চিল্কিরহাট থেকে কার্বাইনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে দু রাউন্ড গুলিও। পুলিশ কোচবিহারের ভেটাগুড়ির বাসিন্দা প্রশান্ত বর্মণ এবং লিটন শীল নামে দুই যুবককে গ্রেফতার করেছে। এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, আর কাকেই বা দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পঞ্চায়েত ভোটের পর দিনহাটার এক তৃণমূল নেতা কার্বাইন হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। পুলিশ খোঁজ শুরু করলে প্রাথমিকভাবে পালাতে সক্ষম হলেও, পুলিশের জালে পড়ে ওই নেতা।

ওই ঘটনার পর ফের কোচবিহারে উদ্ধার হল কার্বাইন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কার্বাইন কোথায় পাচারের কথা ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।