For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আর নয় প্যানপ্যানানি, এ বার জাস্ট ক্যালানি', নির্মল-হুমকিতে ঝড়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ জানুয়ারি: অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলাম, তাপস পালের পর এ বার বিতর্কে তৃণমূল কংগ্রেসের আর এক হেভিওয়েট নির্মল মাজি। ফেসবুকে বিরোধীদের উদ্দেশে তিনি হুমকি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত তা মুছেও দেওয়া হয়। নির্মলবাবু অবশ্য দাবি করেছেন, এটা হ্যাকারদের কাজ।

কী লেখা হয়েছিল ওই পোস্টে? ডাক্তারদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা শাসক দলের বিধায়ক নির্মলবাবুর ফেসবুক পেজে লেখা হয়েছিল, "আর নয় প্যানপ্যানানি, এ বার জাস্ট ক্যালানি।"

কক

এর পরই প্রবল হইচই শুরু হয়। নির্মলবাবু উসকানি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার বেশি রাতে পোস্টটি মুছে দেওয়া হয়। নির্মলবাবু পরে বলেন, "আমি কিছুই জানতাম না। আমি এমন কিছু লিখিনি। এ সব হ্যাকারদের কাজ। আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।" তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন।

যদিও বিরোধীরা এমন তত্ত্ব মানতে নারাজ। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবারই বক্তব্য, পোস্টটি নির্মলবাবুই দিয়েছিলেন। বিতর্ক তৈরি হওয়ায় নিজেই পরে তা মুছে দেন।

English summary
Now TMC MLA Nirmal Maji threatens opposition parties, sparks controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X