For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ নয়, বাংলায় বিজেপির তুরুপের তাস হতে চলেছেন শুভেন্দুই

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ বিজেপির কোনও নেতাকে ডেকে একা কথা কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দৃশ্য শেষ ৭ বছরে বিশেষ চোখে পড়েনি৷ তাও আবার শুধু প্রধানমন্ত্রী নন পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আলাদাভাবে আলোচনায় বসেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে৷ বোঝাই যাচ্ছে মমতাকে হারানো শুভেন্দুকে এবার তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি।

দিলীপ নয়, বাংলায় বিজেপির তুরুপের তাস হতে চলেছেন শুভেন্দুই

একুশে দিলীপ ঘোষকে প্রার্থী করেনি বিজেপি৷ গেরুয়া শিবির বাংলার ক্ষমতা দখল করে করলে কী হত বলা মুস্কিল কিন্তু একুশের হারের পর সভাপতি থেকেও ক্রমেই প্রাসঙ্গিকতা হারাচ্ছেন দিলীপ! এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ। রাজ্য বিজেপিতে কানাঘুষ চলছে বঙ্গ-বিজেপির সভাপতি পদের বাকি দু'বছর হয়ত নাও সম্পূর্ণ করানো হতে পারে দিলীপকে দিয়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিংবা সর্বভারতীয় বিজেপির কোনও আনুষ্ঠানিক পদ দিয়ে আগামীতে সরানো হতে পারে দিলীপকে৷ অন্যদিকে সভাপতি না হয়েও বঙ্গ-বিজেপির হাল শক্তহাতে ধরা শুরু করেছেন শুভেন্দু৷

ভোটের আগে বিজেপির প্রচারে জান লড়িয়ে দিয়েছেন কাঁথির যুবরাজ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারকে চ্যালেঞ্জ ছু্ড়ে দেওয়ার স্পর্ধা দেখিয়েছেন, জিতেছেনও। ভোটের পর আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও রাজ্য সবচেয়ে বলিষ্ঠ স্বর শুভেন্দুই৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে দিলীপের পর যাকেই বঙ্গ-বিজেপি সভাপতি করুন না কেন মোদী-শাহ আসল রাশ কিন্তু রেখে দেবেন শুভেন্দুর হাতেই৷ ছোট অধিকারীর দাগহীন রাজনৈতিক ইমেজ, সাংগঠনিক দক্ষতাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তৃণমূল নেত্রী বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বিজেপি৷

English summary
Not Dilip Ghosh, Suvendu Adhikari will be the key factor in Bengal BJP in future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X