For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতাকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, উদ্বেগ কমছে জেলায় জেলায়

কলকাতাকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। করোনা দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও উদ্বেগজনক কলকাতার পার্শ্ববর্তী এই জেলায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতাকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। করোনা দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও উদ্বেগজনক কলকাতার পার্শ্ববর্তী এই জেলায়। কলকাতার করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব হয়েছে অনেকটাই। শুধু কলকাতার সংক্রমণই আকাশ ছুঁয়েছিল বাংলায়। এখন কলকাতার সংক্রমণ কমতেই বাংলার সংক্রমণ নামতে শুরু করেছে।

কলকাতাকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন দেড় হাজারের নিচে নেমে গিয়েছে। সক্রিয়ের সংখ্যা নেমে এসেছে ২৪ হাজারে। ৪৭৮৪ জন কমে কলকাতার সক্রিয় সংখ্যা ২৪০৫০ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২৮৭৫ জন কমে হয়েছে ১৬৪৬৯। হাওড়ার করোনা সক্রিয় ৫২০২। হুগলির করোনা সক্রিয় ৪৬৪০ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৬০৬৭ হয়েছে। সর্বনিম্ন ৩৭৯ জন কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৪৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৯৬ জন। উত্তর ২৪ পরগনায় ৬৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ৫০০-র নিচে গেল ফের। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ কলকাতাকে ছাপিয়ে গিয়েছে এদিন। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা কমেছে অপেক্ষাকৃত।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪১০৬১। এদিন কলকাতায় ৪৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪৭৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪১১৫৩২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪০৫০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫২৭৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৯৬৭০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। মৃত্যু হয়েছে মোট ৫১৬৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৭৫০৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৪৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৫৩৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ২৭৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৪০৬৩ জন। হাওড়ায় আক্রান্ত ১২৩৪৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭২ জন। হুগলিতে ২৮০ জন বেড়ে আক্রান্ত ১০৫৯১৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৯৬ জন, কোচবিহারে ১৬৯ জন, দার্জিলিংয়ে ২৪১ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ২৯৫ জন, উত্তর দিনাজপুরে ৯৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৫৬ জন, মালদহে ৯১ জন, মুর্শিদাবাদে ১১৮ জন, নদিয়ায় ২৫০ জন, বীরভূমে ৩০০ জন, পুরুলিয়ায় ৭০ জন, বাঁকুড়ায় ১৭৫ জন, ঝাড়গ্রামে ৫২ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯৮ জন, পূর্ব মেদিনীপুরে ৪৮ জন, পূর্ব বর্ধমানে ১৫৩ জন, পশ্চিম বর্ধমানে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
North 24 Pargana crosses Kolkata’s Coronavirus daily cases on January 24. DEtah toll of Nort 24 Pargana also in anxiety.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X