For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএমের ডাকে বনধ পালিত হচ্ছে কামারহাটিতে, আংশিক বন্ধ দোকানপাট

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ এপ্রিল : সিপিএমের ডাকা ১০ ঘণ্টার বনধ পালিত হচ্ছে কামারহাটিতে। বনধের সমর্থনে হোক অথবা অশান্তির আশঙ্কায়ই হোক, অনেক জায়গাতেই দোকানপাট একেবারেই খোলেনি। কিছু জায়গায় দোকানপাট একেবারে খোলা রয়েছে, জনজীবনও স্বাভাবিক। এর মধ্যেই আর এক সিপিএম কর্মীকে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিকেলে সিপিএমের ডাকা বিক্ষোভ সমাবেশে কামারহাটিতে যাওয়ার কথা রয়েছে বর্তমান বামফ্রন্টের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রাক্তন বামফ্রন্ট রাজ্য সম্পাদক বিমান বসু সহ একাধিক সিপিএম নেতৃত্বের।

<strong>মানস মুখোপাধ্যায় সহ নেতারা মারের চোটে হাসপাতালে, বুধবার কামারহাটিতে ১০ ঘণ্টার বনধ ডাকল সিপিএম</strong>মানস মুখোপাধ্যায় সহ নেতারা মারের চোটে হাসপাতালে, বুধবার কামারহাটিতে ১০ ঘণ্টার বনধ ডাকল সিপিএম

সোমবার রাতে বেলঘরিয়ায় দলীয় বিধায়ক সহ সিপিএমের বেশ কয়েকজন নেতাকে মারধরের প্রতিবাদে আজ ১০ ঘণ্টা কামারহাটি বনধের ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বনধ ডাকা হয়েছে। শুধু তাই নয়, আজ বিকেলে রাজ্য জুড়ে মিছিল ডাকা হয়েছে সিপিএমের পক্ষ থেকে।

সিপিএমের ডাকে বনধ পালিত হচ্ছে কামারহাটিতে, বন্ধ দোকানপাট


বামেদের অভিযোগ ছিল, সোমবার রাতে এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, সিপিএম নেতা সুভাষ মুখোপাধ্যায়, লোকাল কমিটির সম্পাদক সহ কয়েকজন সিপিএম নেতাকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় সিপিএম নেতৃত্ব জানায়, সোমবার রাতে পূর্ব বেলঘরিয়ার লোকাল কমিটির সম্পাদক নন্দলাল বসুর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। প্রতিবাদ করায় নন্দলাল বসু ও তাঁর পরিবারের লোকজনদের মারধর করা হয়। দলীয় নেতার উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় সহ সিপিএম নেতারা। এরপর ওই নেতাদেরও মারধর করা হয় বলে অভিযোগ জেলা সিপিএম নেতৃত্বের। যদিও তৃণমূল নেতৃত্বও বিষয়টিকে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ জানিয়েছে।
English summary
north 24 paraganas kamarhati witness local strike, shops remain closed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X