For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষার প্রত্যাবর্তন জল ঢালতে পারে পুজোর আনন্দে

বৃষ্টিতে ভাসতে পারে এবারের পুজো, সামনের সপ্তাহেই হয়ত কামব্যাক করতে পারে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের ।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

একেই বলে একইসঙ্গে ভাল ও খারাপ খবর। প্রায় সপ্তাহখানেক ধরেই ভাদ্র মাসের কড়া রোডে পুড়ছে দক্ষিণবঙ্গ। কিন্তু সামনের সপ্তাহেই ফিরে আসতে পারে বৃষ্টি। এই খবর শুনে কিছুটা স্বস্তি পেলেন নিশ্চই! কিন্তু পরের খবরটি হল এবার পুজোয় ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

বর্ষার প্রত্যাবর্তন জল ঢালতে পারে পুজোর আনন্দে

সেপ্টেম্বর মাসে পুজো শেষ হয়েও যাওয়ায় অনেকেরই মুখ ব্যাজার। তারপর বৃষ্টির আশঙ্কা। কিন্তু গত একসপ্তাহ ধরে রোদ্দুরের যা তেজ, তাতে কষ্ট হলেও অনেকেই মনে একটু খুশিও হয়েছিলেন। যাক, পুজোর সময়টা এরকম থাকলেই ভাল। কিন্তু আবহাওয়া দফতরে যা বলল, তাতে ফেলুদা থাকলে বলতেন, নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে! হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সামনের সপ্তাহেই হয়ত কামব্যাক করতে চলেছে বর্ষা।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর কোনও নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত সক্রিয় না থাকার ফলেই বৃষ্টি হচ্ছে না। এমনিতেই সেপ্টেম্বরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি একটু কমই থাকে। কিন্তু সামনের সপ্তাহেই একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে নতুন করে বর্ষা পাবে দক্ষিণবঙ্গ। কিন্তু পুজো আর মাত্র ১৭দিন দুরে। ফলে এক সপ্তাহ পরে বৃষ্টি নামলে তা পুজো পর্যন্ত যে গড়াবে তা ধরে নেওয়াই যায়। যা চরম অস্বস্তিকর হয়ে উঠবে রাজ্যবাসীর কাছে।

English summary
Kolkata is going to have a wet durga puja this time, rain could dampen the festive spirit, predicts met office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X