For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের কর্তারা বোকা কালীদাস! সাঁতরাগাছি রেল স্টেশনের পদপিষ্টে চাঞ্চল্যকর মোড়

২৩ অক্টোববর ঠিক কী ঘটেছিল সাঁতরাগাছি স্টেশনে? কীভাবে ঘটেছিল পদপিস্টের ঘটনা? দুর্গাপুজোর কার্নিভালের দিন হওয়া এই ভয়াবহ দুর্ঘটনার অন্তর্তদন্তে গুরুত্বপূর্ণ হত যদি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পাওয়া যেত।

Google Oneindia Bengali News

২৩ অক্টোববর ঠিক কী ঘটেছিল সাঁতরাগাছি স্টেশনে? কীভাবে ঘটেছিল পদপিস্টের ঘটনা? দুর্গাপুজোর কার্নিভালের দিন হওয়া এই ভয়াবহ দুর্ঘটনার অন্তর্তদন্তে গুরুত্বপূর্ণ হত যদি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পাওয়া যেত। কিন্তু, আপাতত তা আর হচ্ছে না। কারণ, সাঁতরাগাছি স্টেশনে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ছবিই তুলতে পারেনি।

রেলের কর্তারা বোকা কালীদাস! সাঁতরাগাছি রেল স্টেশনের পদপিষ্টে চাঞ্চল্যকর মোড়

বৃহস্পতিবার সাঁতরাগাছি স্টেশনে অভিশপ্ত ফুটব্রিজটি দেখতে গিয়েছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্য়ানেজার পি এস মিশ্র। সেই সময় সিসিটিভি ক্যামেরার এই বেহাল দশার কথা সামনে আসে। সাঁতরাগাছি স্টেশন জুঁড়ে রয়েছে মোট ৩০টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্য়ামেরা। জানা গিয়েছে গত ছয় মাস ধরেই বিকল হয়ে আছে এই সিসিটিভি ক্যামেরা। ফলে, ২৩ অক্টোবর সন্ধে পৌঁনে ছ'টা নাগাদ যখন পদপিস্টের ঘটনা ঘটে তখন এই সিসিটিভি ক্যামেরা ছবি তুলতে পারেনি।

ছয় মাস আগে সাঁতরাগাছি স্টেশনের সৌন্দর্যায়ন হয়েছিল। সেই কারণে সিসিটিভির সংযোগকারী কেবলগুলিকে কেটে দেওয়া হয়েছিল। এরপর সেই কানেকশন আর জোড়া লাগানো হয়নি। বৃহস্পতিবার এই কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে সিসিটিভি-গুলোকে অবিলম্বে চালু করতে নির্দেশ দেন জেনারেল ম্যানেজার। দীপাবলির আগেই এই সংযোগ ঠিক করে সিসিটিভি চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

[আরও পড়ুন:টনক নড়ল রেলের, সাঁতরাগাছিতে চওড়া ফুটব্রিজ তৈরি হচ্ছে এবছরের মধ্যেই ][আরও পড়ুন:টনক নড়ল রেলের, সাঁতরাগাছিতে চওড়া ফুটব্রিজ তৈরি হচ্ছে এবছরের মধ্যেই ]

দেশের যে স্থানগুলি নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর- তারমধ্যে রয়েছে রেল স্টেশন। সেই কারণে রেল স্টেশনের নিরাপত্তায় কোনও সমঝোতা না করারই নির্দেশ রয়েছে রেল মন্ত্রকের উপরে। এতসত্ত্বেও সাঁতরাগাছিতে নিরাপত্তা ও যাত্রী সুরক্ষার যে কোনও বালাই ছিল না তা সাঁতরাগাছির সিসিটিভি ক্যামেরারা ঘটনায় সামনে চলে এল। ২৩ তারিখের মর্মান্তিক পদপিস্টের ঘটনা সামনে না এলে সিসিটিভি-র এই বেহাল দশা চলত বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:অন্ধ্রপ্রদেশে জগন্মোহনের ওপরে বিমানবন্দরেই প্রাণঘাতী হামলা, ছুরি দিয়ে কোপানোর চেষ্টা][আরও পড়ুন:অন্ধ্রপ্রদেশে জগন্মোহনের ওপরে বিমানবন্দরেই প্রাণঘাতী হামলা, ছুরি দিয়ে কোপানোর চেষ্টা]

English summary
There is no CCTV footage in Santragachi stampede incident. Connection of all CCTV Camera has been cut of due to some beautification work six months back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X