For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভার দিন দিলীপ ঘোষের আলাদা সভায় নির্মলা সীতারমন! কী বললেন বিজেপিমন্ত্রী

বাংলার ভোট যুদ্ধের তার উত্তাপের মধ্যে এদিন পশ্চিম মেদিনীপুরের বিজেপির প্রচার সভায় আসেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।

  • By Kaushik Dutta
  • |
Google Oneindia Bengali News

বাংলার ভোট যুদ্ধের তার উত্তাপের মধ্যে এদিন পশ্চিম মেদিনীপুরের বিজেপির প্রচার সভায় আসেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার , পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে, মেদিনীপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমর্থনে একটি জনসভায় এসে নির্মলা সীতারামন বলেন পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের সেনা সেখানে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়ার যে শিক্ষা প্রতিষ্ঠান তা একেবারে গুঁড়িয়ে দিয়ে এসেছে। এদিনের সভায় আর কোন কোন বক্তব্য রেখেছেন নির্মলা সীতারমন দেখে নেওয়া যাক।

নির্মলার হুঙ্কার

নির্মলার হুঙ্কার

নির্মলা বলেন, পুলওয়ামায় হামলার পরে বালাকোটে গিয়ে সেনার 'এয়ার স্ট্রাইক'কে তাদের পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পলিশি হিসাবেই দেখছে বিজেপি। শুধু বালাকোটে নয়, ২০১৬ সালেও উড়িতে হামলার পরে আমরা পাক অধিকৃত কাশ্মীরে সেখানে থাকা আতঙ্কবাদীদের ক্যাম্পেও স্টাইক করে এসেছিলাম। আমাদের সরকারের গৃহীত নীতি হল যে আমরা সন্ত্রাসবাদকে কোনও মতেই বরদাস্ত করব না। '

খড়গপুরে নির্মলার দাবি..

খড়গপুরে নির্মলার দাবি..

সভায় গর্জে উঠে নির্মলার দাবি,' কোথাও কোনও সন্ত্রাসবাদী হামলা হলে তার উপযুক্ত জবাব ভারত দেবে। এখন জম্মু কাশ্মীরের সীমান্ত বর্তী কিছু এলাকা ছাড়া দেশের অন্য কোথাও সমস্যা নেই। কারণ দেশের কোথাও হামলা চালাতে এখন সন্ত্রাসবাদীরা ভয় পায়। ভয় পায় এই জন্য যে কেন্দ্রে বিজেপি আছে, নরেন্দ্র মোদী আছেন',

পাকিস্তান নিয়ে নির্মলা সীতা রমনের বক্তব্য

পাকিস্তান নিয়ে নির্মলা সীতা রমনের বক্তব্য

এদিন নির্মলা সীতারমন, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সি আর পি এফের কনভয়ে হামলার পরে ২৬ ফেব্রুয়ারি তারিখে বালাকোটে সেনার এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তোলেন। 'পাক অধিকৃত কাশ্মীরে নয়, একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে আমরা সেখানে হামলা চালিয়েছি যেখানে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই স্কুল আমরা পুরো ধ্বংস করে দিয়ে এসেছি। আগামীদিনেও দেশে কোনও সন্ত্রাসবাদী হামলাকে , কোনও আতঙ্কবাদকে আমরা কোনও জায়গা দেব না।'

মমতাকে তোপ

মমতাকে তোপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েন নি তিনি। 'ওখানে হামলার পরেই দিদি প্রমাণ চাইলেন। কেন? তার মনে ভয় ঢুকে গিয়েছে? ওই হামলার পরে পাকিস্তানের নাক কাটা গিয়েছে তাই তারা প্রমাণ চাইতেই পারেন। তারা বলছে যে তারা নাকি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পাকিস্তানের মাটিতেই তো সন্ত্রাসবাদীরা বসে আছে। এখানে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন কেন?' বলেও মন্তব্য করেন নির্মলা।

তৃণমূলকে তোপ

তৃণমূলকে তোপ

এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কোনও গণতন্ত্র মানে না এবং তারা সিন্ডিকেটরাজ চালাচ্ছে বলে অভিযোগ করার পরেই তার মন্তব্য, ' এখন টিএমসি মানে তৃণমূল কংগ্রেস নয়, তার মানে তুষ্টিকরণ, মাফিয়া এবং করাপশন ( দুর্নীতি)। তা না হলে সারদা, নারদার টাকা কোথায় গেল? তা কি থাইল্যান্ড থেকে সোনা আনল ? এখানের মানুষ সোনার বাংলার কথা বলেন, আর দিদির পরিবারে এক জন বিদেশ থেকে সোনা নিয়ে এলেন। তাকে যখন বিমানবন্দরে কাস্টমসের অফিসাররা ধরে, তখন দিদির সিন্ডিকেটের লোকেরা পুলিশের পোশাক পড়ে সেখানে ঢুকে পড়ে ছাড়িয়ে নিয়ে আসে'. বলেও অভিযোগ করেন তিনি।

ভোট রাজনীতি নিয়ে বক্তব্য

ভোট রাজনীতি নিয়ে বক্তব্য

'এখানের মানুষ ভাল কিছুর জন্য দিদিকে ভোট দিয়েছিল। কিন্তু সিপিমের সাথে এদের কোনও ফারাক নেই। এখন মানুষ তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে চাইছে। সাধারণ মানুষকে বলব দিদি এলে তাকে জিজ্ঞেস করুন, তাকে বলুন নিজেকে বদলাতে নয়ত আপনারাই এবার বদলে দিন' বলে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে হারানোর ডাক দেন নির্মলা সীতারমন।

দীলিপ ঘোষের দাবি

দীলিপ ঘোষের দাবি

এদিনের সভায় দিলীপ ঘোষ বলেন, ' ২০১৯ সালের নির্বাচন আসলে সেমি ফাইনাল। ২০২১ সালে নির্বাচন হবে ফাইনাল আর আমরা সেই ভোটে তৃণমূল কংগ্রেসকে পুরো পুরি হারিয়ে দিয়ে দিদিকে নবান্ন থেকে তার কালীঘাটের বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য পাঠিয়ে দেব'।

ঝাড়গ্রামে সভা

ঝাড়গ্রামে সভা

এদিন, পরে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনেও একটি সভা করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। মেদিনীপুর কেন্দ্রে নির্বাচনী প্রচারে আগামী ৬ তারিখ বিজেপির সভাপতি অমিত শাহ এবং ৭ তারিখ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন বলেও জানান দিলীপ ঘোষ। আর, আগামী ৫ তারখি ঝাড়গ্রাম লোকসভা এলাকাতে নির্বাচনী প্রচারে আসার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

English summary
Nirmala Sitharaman in West Midnapore for Loksabha vote 2019 campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X