রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য বিশেষ নম্বর চালু
এবার থেকে রাজ্যের যে কোনও অনগ্রসর শ্রেণীর মানুষ তাদের অভাব, অভিযোগের কথা ও মতামত প্রকাশ করতে পারবেন সরাসরি। ফোনের মাধ্যমে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে জানাতে পারবেন তাদের কথা। সেজন্য হেল্প লাইন চালু করলো নবান্ন।

জানা গিয়েছে, ১৮০০-৫৭২৭৭৩০ এই টোল ফ্রি নম্বরে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এছাড়াও থাকছে হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস-এর মাধ্যমে নিজেদের বক্তব্য জানানোর সুবিধা। সেই নম্বরটি হল - ৯১-৮৫৮২৯৫৬৫৫৫। নবান্ন সূত্রের খবর, গোটা বিষয়টি তত্ত্বাবধানের জন্য নতুন সেল তৈরি করা হয়েছে নবান্নের তরফে।
তবে বিশেষ পরিষেবা চালুর কারণ কি ? সম্প্রতি জেলার প্রশাসনিক বৈঠক গুলোতে সাধারণ মানুষের জাতিগত শংস পত্র পাওয়ার ক্ষেত্রে নানা অভিযোগ উঠে এসেছে। টা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানুষের হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। এই নির্দেশের বড়ি বিভাগীয় মন্ত্রী রাজিব বন্দোপাধ্যায় ধর দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর পরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন:অবৈধভাবে মজুত বিপুল পরিমাণ বালি বাজেয়াপ্ত বাঁকুড়ায়]
উল্লেখ্য এর আগেও এই সংক্রান্ত একটি সেল তৈরি করা হয়েছিল। এবার সেলের পাশাপাশি সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও করা হল।
[আরও পডুন: সারদা মামলায় সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তুলল সিবিআই]