For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে 'কাঁচকলা' পাঠালেন ওয়েইসি! তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ মিম প্রধানের

Google Oneindia Bengali News

বিজেপি টাকা দেয় আর হায়দরাবাদের পার্টিটা এখানকার কয়েকটাকে জড়ো করে। এভাবেই আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম-কে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাবে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন আসাদউদ্দিন ওয়েইসি। এদিন তিনি বলেন, 'আজও পর্যন্ত এমন কেউ জন্ম নেয়নি যে আসাদউদ্দিন ওয়েইসিকে কিনে নেবে।'

মমতা আগে নিজের ঘর সামলাক

মমতা আগে নিজের ঘর সামলাক

এদিন ওয়েইসি বলেন, 'তৃণমূল আগে নিজেদের ঘর সামলাক। মুসলিম ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি না। তাঁর অভিযোগ ভিত্তিহীন। এমন কেউ আজ পর্যন্ত জন্ম নেয়নি যে কিনা আসাদউদ্দিন ওয়েইসিকে কিনে নেবে। ওনার নিজের দলের থেকেই সবাই বিজেপিতে চলে যাচ্ছে। উনি আগে নিজের দল বাঁচাক। উনি শুধু শুধু বিহারের ভোটারদের অসম্মান করেছেন।

ওয়েইসিকে মমতার কটাক্ষ

ওয়েইসিকে মমতার কটাক্ষ

এর আগে জলপাইগুড়ির সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মুসলিমদের ভোট ভাগ করার জন্য হায়দরাবাদের পার্টি ধরে এনেছে। সেই পার্টিটা এখানকার কয়েকটাকে জড়ো করে। বিজেপি টাকা দেয় আর তারা তা করে যায়। বিজেপি হিন্দুদের ভোট নেবে আর ওরা মুসলিমদের ভোট নেবে। আমি কি কাঁচাকলা খাব।'

বিজেপির বিভাজনের রাজনীতিকে আক্রমণ

বিজেপির বিভাজনের রাজনীতিকে আক্রমণ

বিজেপির বিভাজনের রাজনীতিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ। কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি। দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। কোথাও রাজবংশীর সঙ্গে বাঙালি। কোথাও বোড়োর সঙ্গে রাজবংশীর দাঙ্গা লাগিয়ে দিচ্ছে।

বিহারের বিধানসভা নির্বাচনে অনেকটাই ভালো ফল করেছে মিম

বিহারের বিধানসভা নির্বাচনে অনেকটাই ভালো ফল করেছে মিম

সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে অনেকটাই ভালো ফল করেছে মিম৷ মূলত বিহারের যে সমস্ত অঞ্চলগুলোতে মিমের ভালো হয়েছে সেই সমস্ত অঞ্চলের বেশিরভাগটাই বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায়৷ এই পরিস্থিতিতে এরাজ্যেও নিজেদের অবস্থানকে শক্ত করতে চাইছেন ওয়াইসি৷

বাংলার রাজনৈতিক পেক্ষাপটের অনেকটাই পরিবর্তন এসেছে

বাংলার রাজনৈতিক পেক্ষাপটের অনেকটাই পরিবর্তন এসেছে

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার রাজনৈতিক পেক্ষাপটের অনেকটাই পরিবর্তন এসেছে৷ বাম-কংগ্রেস বারেবারেই অভিযোগ করে এসেছে, এরাজ্যের সংখ্যালঘুদের তোষণ করছে তৃণমূল৷ এই পরিস্থিতিতেই বাংলার মাটিতে উত্থান হয় মিমের৷

৩০ জন মিম সদস্য তৃণমূলে যোগদান করেন

৩০ জন মিম সদস্য তৃণমূলে যোগদান করেন

সম্প্রতি, মিমের রাজ্য যুব সংগঠনে ভাঙন ধরিয়েছে তৃণমূল৷ ১০ ডিসেম্বর মিমের রাজ্য যুব সভাপতি মহম্মদ শফিউল্লাহ খান সহ প্রায় ৩০ জন সদস্য তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন ফিরহাদ হাকিম। ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়াইসির দল মিম প্রার্থী দেবে বলে জল্পনা চলছে।

 সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে

সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে

মিম প্রার্থী দিলে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য থাকা সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে বলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের একাংশ নেতা-কর্মীর মতে, মিমকে নিয়ে রীতিমতো চাপের মধ্যে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও ভিন্ন সুর তৃণমূলের নেতাদের গলায়৷

English summary
Never was a man born who can buy Asaduddin Owaisi with money, AIMIM chief snubbed Mamata Banerjee back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X