For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন চন্দ্র বসুর, নেতাজি-প্রশ্নে 'ভুল' ধরালেন নরেন্দ্র মোদীর

বিজেপির নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুললেন চন্দ্র বসু, নেতাজি-প্রশ্নে ভুল ধরালেন মোদীর

Google Oneindia Bengali News

বেশ কিছুদিন ধরেই বিজেপিতে বেসুরো বাজছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্র বসু। তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করতে ছাড়লেন না। তিনি তাঁর বাক্যবাণে প্রধানমন্ত্রীর ব্যর্থতা তুলে ধরলেন। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শের কথা তুলে ধরে তিনি একের পর এক টুইটে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে।

‘দুঃখিত স্যার-এটি আপনার ব্যর্থতা’, মোদীকে তোপ চন্দ্রর

চন্দ্র বসু সোমবার টুইটারে মোদীকে উদ্দেশ্য করে লেখেন, সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার একটি যাদুঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই দেশ যদি শিখতে না পারে ভারতের স্বাধীনতার জন্য নেতাজি কী ছিলেন, আমি দুঃখিত স্যার-এটি আপনার ব্যর্থতা। সুভাষচন্দ্র বসুর কাছাকাছিও কোনও নেতার ভূমিকা ছিল না, এমনকী গান্ধীজিরও নয়।

বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারণা নেই বিজেপির

তিনি একদিন আগে আরও একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লেখেন- বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কোন প্রাথমিক ধারণা নেই এমন মানুষ বাংলার উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে না! শুধু আপত্তিজনক ভাষা ব্যবহার করে আদতে কোনও লাভ হচ্ছে না! আমাদের স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র বসু এবং নেতাজির আদর্শ অনুসরণ করতে হবে।

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে!

প্রধানমন্ত্রী মোদী তথা বিজেপির বিরুদ্ধে আরও সাংঘাতিক অভিযোগ করেন তিনি। চন্দ্র বসু টুইটে লেখেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বিজেপির কাছে। বিজেপি অটলবিহারি বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করে চলছে। স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুসরণ করার কোনও লক্ষণই নেই বিজেপির।

মোদীর উদ্দেশ্যে আজাদ হিন্দ বাহিনীকে আমন্ত্রণ বার্তা

চন্দ্র বসু তার আগে টুইট করেন, সন্দেহের কোন অবকাশ নেই যে, ভারত আজ মুক্ত নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের কারণেই। মোদীজি বসু পরিবারের সদস্যদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আদর্শগতভাবে তাঁর উচিত আইএনএ-র বর্ষীয়ানদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানানো। আশা করি প্রধানমন্ত্রী শীঘ্রই আমন্ত্রণটি প্রেরণ করবেন।

অসমের সোনালী দিনের সূচনা, বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরের পর বললেন অমিত শাহঅসমের সোনালী দিনের সূচনা, বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরের পর বললেন অমিত শাহ

English summary
Netaji’s grandson Chandra Basu criticizes Narendra Modi and BJP’s ethics and ideology. He says Shyama Prasad Mukharjee also is irrelevant in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X