For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব বিতর্কে মুর্শিদাবাদে শিক্ষক বদলি, সরকারকে তোপ বঙ্গ-বিজেপি সভাপতি সুকান্তর

হিজাব বিতর্কে মুর্শিদাবাদে শিক্ষক বদলি, সরকারকে তোপ বঙ্গ-বিজেপি সভাপতি সুকান্তর

  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদের সুতির বহুতালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি করল সংশ্লিষ্ট দফতর। তারপরই বদলি কারণ নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বঙ্গ-বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ টুইটারে ঘটনার ভিডিও সহ পোস্ট করে সুকান্ত নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

কী লিখেছেন সুকান্ত?

কী লিখেছেন সুকান্ত?

মঙ্গলবার টুইটারে সুকান্ত লিখেছেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে সমাজবিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছে। মুর্শিদাবাদের ভিজ্যুয়াল যেখানে একটা ভিড় থেকে স্কুলে বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং ছাত্রদের ইউনিফর্ম পরতে বলার জন্য রাজ্য সরকার শিক্ষককে বদলি করেছে! এটা মমতার তুষ্টিকরণ রাজনীতির প্রতীক। এই ধরনের তুষ্টি প্রতিহত করা প্রয়োজন।

কী নিয়ে বিতর্ক?

কী নিয়ে বিতর্ক?

কয়েকদিন আগে মুর্শিদাবাদের সুতির বহুতালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এক ছাত্রীকে বলেন বোরখা কিংবা হিজাব পরে স্কুলে আসা যাবে না৷ স্কুলের ইউনিফর্ম পরেই স্কুল আসতে হবে৷ নাহলে স্কুলের খাতা থেকে নাম বাদ যাবে!সংবাদমাধ্যমের প্রকাশিত খবর এরপরই ওই এলাকার বড় অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষ স্কুলে চড়াও হয়৷ এলাকারই কিছু মানুষ ও স্থানীয় পুলিশের সহায়ত শিক্ষক শিক্ষিকাদের রক্ষা করা হয়। এবং সুতি থানার পুলিশের হস্তক্ষেপেই বিক্ষোভ থামে বলে খবর পাওয়া গিয়েছে৷ এরপরই ওই স্কুল থেকে প্রধান শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দফতর। এবং তাঁকে দ্রুত বদলি করে দেওয়া হয়।

সমস্যার শুরু কোথায়?

সমস্যার শুরু কোথায়?

সম্প্রতি কর্ণাটকের উদুপির একটি সরকারি কলেজে বোরখা ও হিজাব পরে প্রবেশ করা নিয়ে বিতর্ক শুরু হয়। ইসলাম ধর্মী ছাত্রীদের ধর্মীয় পোশাক পরে কলেজ আসার প্রতিবাদে হিন্দু ধর্মের ছাত্রীরা গেরুয়া স্কার্ফ গলায় কলেজে আসতে শুরু করে৷ এবং বড় আকারে হিজাবের মতো ধর্মীয় পোশাক পরার বিরুদ্ধে আন্দোলন শুরু করে কলেজের ছারছাত্রীরা৷ যার আাঁচ ক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়েছে৷ বাংলাতেও হিজাব পরা না পরা নিয়ে বিভক্ত সোশ্যাল মিডিয়া৷ এরপরই কর্ণাটক হাইকোর্টোর রায়ের হিজাব, বোরাখা পরে স্কুলে আসা সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে৷

হিজাব বিতর্কে কী বললেন বিজেপি নেতা দেবজিৎ সরকার?

হিজাব বিতর্কে কী বললেন বিজেপি নেতা দেবজিৎ সরকার?

মুর্শিদাবাদের সুতির স্কুলের হিজাব বিতর্ক ও শিক্ষক বদলির বিষয়টি নিয়ে বঙ্গ-বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার ওয়ানইন্ডিয়াবাংলাকে বলেন, 'দেখুন এ আর নতুন কী, এর আগেও বাংলাতে স্কুলে (মাদ্রাসায়) জাতীয় সঙ্গীত গাইতে বলার জন্য শিক্ষককে আক্রমণের মুখে পড়তে হয়েছে৷ এবার সুতির স্কুলে এক বিশেষ ধর্মের পোশাকই চলবে অন্য পোশাক পরে আসা যাবে বলে দিলেই পারে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ স্কুল থেকে উইনিফর্মের বিষয়টা তুলে দেওয়া৷ আমাদের বলে বলে মুখ ব্যাথা হয়ে গিয়েছে৷ উনি (মমতা) তুষ্টিকরণের রাজনীতি চালিয়ে গিয়ে সফল, তাই এখন ওটাই চালাবেন৷ এসব পরিবর্তনের সিদ্ধান্ত মানুষকেই নিতে হবে৷ '

ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ TMCP-এর! ডাক বয়কটেরও ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ TMCP-এর! ডাক বয়কটেরও

English summary
Murshidabad teacher transferred in hijab debate, Bengal-BJP president Sukanta mocks the government on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X