For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ে চার ঘন্টায় জেরা শেষ, সিবিআই দফতর থেকে হাসিমুখেই বেরিয়ে এলেন মুকুল রায়

Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ জানুয়ারি : প্রায় সাড়ে ৪ ঘন্টা ধরে চলল মুকুল রায়ের সিবিআই জেরা। ৪ ঘন্টা বাদে জেরা শেষ হতেই বেরিয়ে এলেন মুকুল রায়। সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢোকার সময় তাঁর চোখে মুখে যেমন একটা আতঙ্কের ছাপ ছিল, বেরিয়ে আসার সময় কিন্তু অনেকটাই চাপমুক্ত লাগছিল তৃণমূল কাণ্ডারি মুকুল রায়কে। জানিয়ে দিলেন, "তদন্তে প্রকৃত সত্য উদঘাটন হোক। তদন্তের স্বার্থে ডাকলে ফের আসব।"

মুকুল রায়ের জেরা শেষ চার ঘন্টায়, সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন হাসিমুখেই

সিবিআই জেরায় মুকুল রায়, নেতার গ্রেফতারির আশঙ্কা তৃণমূল শিবিরে

কলকাতা, ৩০ জানুয়ারি : সকাল ১০টা ৫০ মিনিট নাগাদই মুকুল রায় পৌঁছে গিয়েছিলেন সিবিআই দফতরে। সিজিও কমপ্লেক্সে ঢুকে জানিয়েও দিয়েছিলেন, কোনও অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন। তদন্তে প্রয়োজনীয় সাহায্য তিনি করবেন। এরপরেই শুরু হয় মুকুল রায়কে জেরা।

সিবিআই দফতরসূত্রে জানানো হয়, দু ধাপে জেরা করা হবে মুকুল রায়কে। প্রথম পর্বে তাঁর বয়ান রেকর্ড করা হবে। দ্বিতীয় পর্যায়ে রেকর্ড করা বয়ানের সঙ্গে তথ্যপ্রমাণ মিলিয়ে দেখা হবে। ডেলোর বৈঠকে কী আলোচনা হয়েছিল, কে কে উপস্থিত ছিলেন বৈঠকে তা মুকুল রায়ের কাছে জানতে চাওয়া হয়েছে।

আজ সিবিআই দফতরে হাজিরা মুকুল রায়ের, নেতার গ্রেফতারির আশঙ্কা তৃণমূল শিবিরে

কলকাতা, ৩০ জানুয়ারি : একাধিকবার টালবাহানার পর আজ অবশেষে সিবিআই দফতরে হাজিরা দেবেন মুকুল রায়। সকাল ১১ টায় তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছবেন। প্রশ্নমালা নিয়ে তৈরি সিবিআই-এর তদন্তকারী অফিসাররাও। মুখে ভয় পাই না বললেও তৃণমূলসূত্রের খবর, একরাশ আতঙ্ক নিয়েই সিবিআই দফতরে আজ যাচ্ছেন মুকুল রায়।

আরও পড়ুন : একটা মুকুলকে গ্রেফতার করলে লাখ লাখ মুকুল পথে নামবে : মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ডেলোতে সুদীপ্তর সঙ্গে গোপন বৈঠক হয়েছিল, মুকুলে বিব্রত ঘাসফুল

আরও পড়ুন : সারদা কাণ্ড : মুকুল রায়কে কী জিজ্ঞাসা করবে সিবিআই?

সিবিআই সূত্রের খবর, মুকুল রায়ের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ তাদের কাছে রয়েছে। ডেলোর বৈঠকের কথাও নিজের মুখেই স্বীকার করেছেন মুকুল রায়। এদিনের জিজ্ঞাসাবাদে মুকুল রায়ের থেকে ডেলোর ওই বৈঠক নিয়েই বিস্তারিক জানতে জোর দেওয়া হবে। এছাড়াও প্রায় দু ডজন অর্থাৎ ২৪-২৫টি প্রশ্ন তৈরি রেখেছে সিবিআই। সিবিআই দফতরের তরফে এও জানানো হয়েছে, গত কয়েকদিনে মুকুলের কলরেকর্ড নেওয়া হয়েছে।

উল্লেখ্য মদন মিত্রকে জেরা করার পর প্রথমদিনই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তৃণমূলের ভিতরে এখন উৎকন্ঠা একইভাবে মুকুল রায়েরও কী তবে আজই গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি আজ মুকুল রায়কে গ্রেফতার করে সিবিআই তবে দলের পরিণতি আরও খারাপ হবে বলে অনুমান দলের নেতাদেরই একাংশেরই।

মুকুল শিবিরের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আর সংগঠন মজবুত করতে মুকুল রায়ের অক্লান্ত পরিশ্রমেই তৃণমূল তড়তড়িয়ে উঠে এসেছে। মুকুল রায় গ্রেফতার হলে সংগঠন ছন্নছাড়া হয়ে যাবে।

এদিকে মুকুলের গ্রেফতারি নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বারবার তৃণমূলনেত্রী অভিযোগ তুলেছেন সারদা কাণ্ডের তদন্তে সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে। মুকুল রায়কে গ্রেফতার করা হলে দল পথে নামবে বলেও হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন মমতা।

এখন অপেক্ষা সিবিআই-এর জেরার মুখে কতটা শক্ত থাকতে পারেন মুকুল রায়। মদন মিত্রের মতো মুকুল রায়েরও উত্তরে সন্তুষ্ট না হলে কী মুকুল রায়কেও গ্রেফতার করা হবে, সে প্রশ্নই এখন তৃণমূল শিবিরের রাতের ঘুম কেড়েছে।

English summary
TMC leader Mukul Roy's questioning ends after 4 hours, It seems he is little relaxed now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X