For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেলোতে সুদীপ্তর সঙ্গে গোপন বৈঠক হয়েছিল, মুকুলে বিব্রত ঘাসফুল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ জানুয়ারি: উত্তরবঙ্গের ডেলোতে রাতের অন্ধকারে সুদীপ্ত সেনের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। সিবিআইয়ের কাছে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে এমনই স্বীকারোক্তি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। এর ফলে দলের বিড়ম্বনা আরও বাড়ল।

২০১২ সালের ১২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। সেখানে ডেলো বাংলোতে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ছিলেন। ওই বৈঠকে মমতা, সুদীপ্ত ছাড়াও ছিলেন মুকুল রায় ও কুণাল ঘোষ। মমতা নিজে বৈঠক নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু তাঁর বিশ্বস্ত ছায়াসঙ্গী সরব হওয়ায় রাজনীতিক ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো নিশ্চিতভাবেই বেকায়দায় পড়ে গেলেন।

তত

সিবিআইয়ের দাবি, ওই বৈঠকে সুদীপ্তবাবু প্রস্তাব দিয়েছিলেন যে, সারদার হাতে থাকা ১৪টি সংবাদমাধ্যম একযোগে মমতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরবে। এই প্রস্তাব সমর্থন করেছিলেন কুণাল ঘোষ। মুকুলবাবুর সেখানে কী ভূমিকা ছিল, সেটাই জানতে চান গোয়েন্দারা।

এদিকে, সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন মুকুল রায়। সিবিআই তাঁর জন্য প্রশ্নমালা তৈরি করে রেখেছে। তা ধরেই টানা জেরা করা হবে এই তৃণমূল নেতাকে।

English summary
Mukul Roy admits secret meeting at Delo with Sudipta Sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X