For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেলুড় মঠে দলত্যাগী মুকুল কি নতুন দলের প্রার্থনায়! পার্থকে ফের‘বাচ্চা ছেলে’কটাক্ষ

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ‘ভালো’ নেই মুকুল রায়। তাই মনের জোর বাড়াতে বেলুড় মঠে গিয়ে মহাষষ্ঠীর দিনে পুজো দিলেন, প্রতিমা দর্শন করলেন।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের সঙ্গে বিশ বছরের নাড়ির সম্পর্ক ছিন্ন হয়েছে ২৪ ঘণ্টা আগেই। মনের শান্তির খোঁজে তাই মহাষষ্ঠীর সকালেই বহিষ্কৃত মুকুল রায় পুজো দিয়ে গেলেন বেলুড় মঠে। কিন্তু সেখানেও পিছু ছাড়ল না বিতর্ক। ফের তিনি তৃণমূল মহাসচিবকে একহাত নিয়ে কটাক্ষ করলেন। ফের বিদ্রুপ করলেন'বাচ্চা'বলে।

বেলুড় মঠে দলত্যাগী মুকুল কি নতুন দলের প্রার্থনায়! পার্থকে ফের‘বাচ্চা ছেলে’কটাক্ষ

মঙ্গলবার বেলুড় মঠে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন,'পার্থ চট্টোপাধ্যায় আমাকে বুড়ো ভাম বললে কিছু যায় আসে না। বাচ্চা ছেলে বলছে বলুক। কী আর করা যাবে।'এদিন তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি। তিনিও দলনেত্রীকে কিছু জানাননি। শুধু দলনেত্রীকে তাঁর পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন।

সোমবার নিজাম প্যালেসে সাংবাদিক বৈঠক করে ওয়ার্কিং কমিটির থেকে পদত্যাগ করেন তিনি। জানিয়ে দেন পুজোর পরই রাজ্যসভার সাংসদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করবেন। যদিও এর অদ্যাবধি পরেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁকে ছ'বছরের জন্য সাসপেন্ড ঘোষণা করেন।

এদিন মুকুল রায় ফের বলেন, যা বলার বলব পুজোর পরই। নতুন দল হোক বা আগামী যাত্রাপথ- সব কিছুই জানাব পুজোর পর। পুজোর আগে এ ব্যাপারে আর কোনও কথা নয়, জানিয়ে দেন মুকুল। এরপর তিনি বেলুড় মঠের প্রতিমা দর্শন করেন। পুজো দেন। মহারজদের কাছে থেকে আশীর্বাদ নেন।

দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বেলুড় মঠে আসার কারণও তিনি ব্যাখ্যা করেন এদিন। তিনি বলেন,'মাঝেমধ্যেই এখানে আসি। এখানে এলে মনের জোর বাড়ে। এতদিনের সম্পর্ক ছিল দলটার সঙ্গে। তা ছিন্ন হওয়ার কষ্ট তো থাকবেই।'রাজনৈতিক মহেলর ব্যাখ্যা তাঁর সামনে এখন কঠিন লড়াই। সেই লড়াই লড়তেই তিনি মনের জোর বাড়াচ্ছেন। তাই পুজো দিয়ে গেলেন বেলুড় মঠে।

English summary
Mukul Roy prays at Belur Math to increase mental power after relegation of TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X