For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের মুখে শুভেন্দুর স্তুতি, তৃণমূল টানছে সোমেনের নাম

এবার শুভেন্দুকে নিয়ে স্তুতি শোনা গেল মুকুল রায়ের মুখে। রাজ্যে যখন মুকুল রায়ে দলত্যাগ নিয়ে শোরগোল চলছে সেই সময় এই স্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

এবার শুভেন্দুকে নিয়ে স্তুতি শোনা গেল মুকুল রায়ের মুখে। রাজ্যে যখন মুকুল রায়ের দলত্যাগ নিয়ে শোরগোল চলছে সেই সময় এই স্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ শোনা যাচ্ছে পরিস্থিতি যাচাই করতে তৃণমূল গোয়েন্দা বিভাগেরও সাহায্য নিচ্ছে।

মুকুলের মুখে শুভেন্দুর স্তুতি, তৃণমূল টানছে সোমেনের নাম

তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছেন আগেই। প্রায় প্রতিদিনই বসছেন নিজাম প্যালেসে। নিচুতলার তৃণমূল কর্মী ও নেতাদের সঙ্গে মিলিত হচ্ছেন। অন্য দল থেকে আসা কর্মী সমর্থকদের সঙ্গেও কথা বলছেন। মাঝে মধ্যে পুরনো দলের বিতর্কও উস্কে দেওয়ার চেষ্টা করছেন মুকুল রায়।

বুধবার নিজাম প্যালেসে তিনি বলেন, বর্তমান প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মুকুল রায় বলেন, সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাইয়ের গণ আন্দোলনের কাণ্ডারী শুভেন্দু অধিকারী। নাগরিক সমাজ যেখানে সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান নেত্রী হিসেবে মেনে নিয়েছে, সেখানে মুকুল রায়ের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে মাঠে নেমে যাঁরা কাজ করেন, তাঁরা জানেন, নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থাকলেও, পিছন থেকে দিনের পর দিন এলাকায় থেকে সহযোগীদের সঙ্গে নিয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন এই শুভেন্দু অধিকারীই।

বছর দুয়ের আগে যে সময় মুকুল রায়ের দল ছাড়া নিয়ে কথা শুরু হয়েছিল, সেই সময় শুভেন্দু অধিকারীর নামও সামনে এসেছিল। সূত্রের খবর, ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপিও শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দিয়েছিল।

মুকুল রায়ের বক্তব্যের ক্ষেত্রে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। প্রতিক্রিয়া দিতে রাজি হননি শুভেন্দু অধিকারীও। তবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দল ভাঙানো এত সহজ নয়।

তবে তৃণমূল যে চাপে পড়েছে তা স্বীকার করে নিচ্ছেন অনেকেই। তবে সামনে তাঁরা সোমেন মিত্রের উদাহরণ টানছেন। তৃণমূল ছেড়ে গিয়ে সোমেন মিত্র কিছুই করতে পারেননি বলেও মন্তব্য করছে তৃণমূলের একাংশ।

English summary
Mukul Roy praises Subhendu Adhikari's name in different movements. Mukul Roy told Subhendu was the real leader behind Singur-Nandigarm and Netai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X