For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের সঙ্গে ফের বৈঠক সব্যসাচীর! বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার পারদ চড়েছে

লোকসভা ভোটের আগে সুচি আলুর দমের রাজনীতি ‘গুরু’ মুকুল রায় ও ‘শিষ্য’ সব্যসাচী দত্তকে কাছে এনে দিয়েছিল। আবারও দুই গুরু-শিষ্যকে সামনে এনে দিল লোকনাথ পুজো।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে সুচি আলুর দমের রাজনীতি 'গুরু' মুকুল রায় ও 'শিষ্য' সব্যসাচী দত্তকে কাছে এনে দিয়েছিল। তারপর সব্যসাচীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছিল আকাশ-কুসুম। আবারও দুই গুরু-শিষ্যকে সামনে এনে দিল লোকনাথ পুজো। সল্টলেকের এক ধর্মীয় অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল মুকুল ও সব্যসাচীকে।

মুকুলের সঙ্গে এক ঘণ্টা বৈঠক!

এই ছবি প্রকাশ্যে আসতেই ফের জল্পনার পারদ চড়ল। কেননা পাশাপাশি যখন দুই গুরু-শিষ্য তখন আলোচনা হবে না, তা কি হয়। এদিন বিজেপি নেতা মুকুল রায়কে তৃণমূল বিধায়াক তথা বিধানসভার মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করতে দেখা গিয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এরপরই জল্পনার পারদ চড়িয়ে রটে যায় এবার সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন। যদিও বিধাননগর মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে যোগদানের বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি বিজেপিতে যাচ্ছি এই খবর সম্পূর্ণ অসত্য। মুকুলদার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক, তাই দাদা-ভাইয়ের দেখা হলে কথা হবে না, তা কি হয়। মুকুল রায়ও একই কথার পুনরাবৃত্তি করেন।

মুকুলের সঙ্গে এক ঘণ্টা বৈঠক!

উল্লেখ্য, সব্যসাচীকে নিয়ে নানা জল্পনা চললেও, তাঁর বিধানসভা এলাকায় এবার লিড দিয়েছে তৃণমূল। সব জল্পনা উড়িয়ে তিনি তৃণমূলের হয়েই ভোটটা করেছেন, একইসঙ্গে খোঁচা দিয়েছেন প্রতিবেশী বিধায়ক কাম মন্ত্রীকে। কটাক্ষ করেছেন বিধানসভা এলাকায় লিড না দেওয়া সত্ত্বেও মন্ত্রিত্বে প্রোমোশন নিয়ে।

English summary
Mukul Roy meets with Sabyasachi Dutta in a ritual program of Loknath Puja. The speculation is growing to his joining in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X