For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে জিতলে স্মার্টফোন ভেট! মুকুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

ভোটে জেতালে ভেট দেবেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর এই ভেটদানের আশ্বাসে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে থানায় এফআইআর মুকুল রায়ের বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

ভোটে জেতালে ভেট দেবেন বিজেপি নেতা মুকুল রায়। জলপাইগুড়িতে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মুকুল রায়। তাঁর এই ভেটদানের আশ্বাসে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ উঠল মুকুল রায়ের বিরুদ্ধে। শুধু অভিযোগেই শেষ নয়, জলপাইগুড়ি থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায় অভিযোগ দায়ের করেছেন মুকুল রায়ের বিরুদ্ধে।

ভোটে জিতলে স্মার্টফোন ভেট! মুকুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

[আরও পড়ুন: রাহুলের কথা শুনতে শুরু করেছেন দেশের মানুষ, সেনা-সাংসদের প্রশস্তিতে উদ্বেগে বিজেপি][আরও পড়ুন: রাহুলের কথা শুনতে শুরু করেছেন দেশের মানুষ, সেনা-সাংসদের প্রশস্তিতে উদ্বেগে বিজেপি]

শুক্রবার জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় মুকুল রায় বলেন, জেলা পরিষদ জেতালে যুবক-যুবতীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে। আমাদের সরকার চাইছে ক্যাশলেস ট্রানজাকশন। তাই সকলের স্মার্টফোন দরকার। প্রত্যেক যুবক-যুবতীকে আমরা স্মার্টফোন দেব।

শুধু জলপাইগুড়িতেই নয়, এর আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ত্রিপুরা-মডেল প্রয়োগ করে একই বক্তব্য রাখেন মুকুল রায়। তিনি সেদিনও স্মার্টফোন তুলে দেওয়ার কথা বলেছিলেন যুবক-যুবতীদের হাতে। আবারও সেই কথার পুনরাবৃত্তি করে ভোটের আগে বিধিভঙ্গ করে বসলেন। জেলার যুবক-যুবতীদের স্মার্টফোনের ভেট দেওয়ার কথা ঘোষণায় থানায় অভিযোগ দায়ের হল মুকুলের বিরুদ্ধে।

[আরও পড়ুন:কর্ণাটক ভোটে জিতবে কংগ্রেসই, দাবি বিজেপির দীর্ঘদিনের শরিক শিবসেনা সাংসদের ][আরও পড়ুন:কর্ণাটক ভোটে জিতবে কংগ্রেসই, দাবি বিজেপির দীর্ঘদিনের শরিক শিবসেনা সাংসদের ]

মুকুল রায় ভোটের ভেট দেওয়ার প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি থানায়। তৃণমূলের জেলা পরিষদপ্রার্থী বিধানচন্দ্র রায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ মুকুল রায়ের বক্তব্যের ভিডিও ক্লিপিংস খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

[আরও পড়ুন:লক্ষ্যে পঞ্চায়েত! উন্নয়নের খতিয়ান নিয়ে কোন জেলায় কে, স্থির করে দিলেন মমতা স্বয়ং][আরও পড়ুন:লক্ষ্যে পঞ্চায়েত! উন্নয়নের খতিয়ান নিয়ে কোন জেলায় কে, স্থির করে দিলেন মমতা স্বয়ং]

English summary
BJP leader Mukul Roy is alleged of breaking code of conduct for assurance smart phone. He says that He will give smart phone if BJP win in Panchayat Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X