For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আস্থা বাড়ল দলে! শোভনকে দলে পেতেই মমতাকে তোপ মুকুলের

ফের যেন ছন্দ ফিরে পেলেন বিজেপি নেতা মুকুল রায়। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের দলবদল নিয়ে কোনও অনুষ্ঠান হয়নি। নতুন করে দলবদল শুরু হতেই সাংবাদিকদেরমুখোমুখি মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

ফের যেন ছন্দ ফিরে পেলেন বিজেপি নেতা মুকুল রায়। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের দলবদল নিয়ে কোনও অনুষ্ঠান হয়নি। নতুন করে দলবদল শুরু হতেই সাংবাদিকদের মুখোমুখি মুকুল রায়। শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার যেমন প্রশংসা করলেন, ঠিক তেমনই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন নির্বাচন হলে কলকাতা পুরসভায় ক্ষমতা হারাবে তৃণমূল। আর বিধানসভায় বিরোধীদলের মর্যাদাটাও পাবে না তারা।

আস্থা বাড়ল দলে! শোভনকে দলে পেতেই মমতাকে তোপ মুকুলের

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন কলকাতায় বিজেপির দফতরে। চোখ ছিল টেলিভিশনের পর্দায়। কিন্তু এদিন শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে পর্বে দিল্লিতে হাজির হন মুকুল রায় এবং জয়প্রকাশ মজুমদার। কেন্দ্রীয় নেতা অরুণ সিং শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানানোর পর স্বাগত জানান মুকুল রায়।

তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ ৩৪ বছর রাজনীতি করেছেন। ৩ টি সরকারি দফতর ছাড়াও কলকাতার মেয়রের পদ সামলেছেন। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শিক্ষাবিদ বলার পাশাপাশি তৃণমূল নেত্রী বলেও উল্লেখ করেন তাঁকে।

মুকুল রায় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, তাঁকে মুখ্যমন্ত্রী করার পিছনে, যাঁদের অবদান উল্লেখযোগ্য, তাঁদের মধ্যে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। তিনি আরও বলেন, কলকাতা পুরসভায় ক্ষমতা হারাবে তৃণমূল। তাঁর দাবি, পরবর্তী বিধানসভা নির্বাচনে বিরোধীদলের মর্যাদাটাও পাবে না তৃণমূল।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক শোভন! জানালেন দলত্যাগের কারণ][আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক শোভন! জানালেন দলত্যাগের কারণ]

সম্প্রতি বীরভূমের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে দলে নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল তা কবুল করেন মুকুল রায়। এর আগে অনেক জনপ্রতিনিধি দিল্লিতে মুকুল রায়ের উপস্থিতি বিজেপিতে যোগ দিলেও, পরে তাঁদের তৃণমূলে ফিরে যেতে দেখা গিয়েছে। সেই সময় মুকুল রায়কে নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে বুধবার শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান মঞ্চে মুকুল রায়কে দেখা গেল পুরনো ফর্মে।

[আরও পড়ুন:ইডির তলব থেকে স্ত্রী সঙ্গে বিবাদ, দলবদল! দুবছরে শোভন চট্টোপাধ্যায়ের পরিবর্তন, একনজরে][আরও পড়ুন:ইডির তলব থেকে স্ত্রী সঙ্গে বিবাদ, দলবদল! দুবছরে শোভন চট্টোপাধ্যায়ের পরিবর্তন, একনজরে]

English summary
Mukul Roy has given his reax on joining of Sovan Chatterjee in BJP . Sovan Chatterjee and Baishakhi Banerjee joins BJP in Delhi. Arun Singh and Mukul Roy was present in this occation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X