For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষকে ইস্তফা পাঠিয়েই মুকুল রায়ের বাড়িতে ধ্যানেশকুমার! বড় ধাক্কা বিজেপিতে

বিজেপি ছাড়ার হিড়িক! পদত্যাগ করলেন গাইঘাটার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধ্যনেশকুমার গুহ। গাইঘাটার প্রভাবশালী নেতাদের মধ্যে একজন তিনি। মুকুল রায় তৃণমূলে যোগ দিতেই দল ছাড়লেন তিনি। দিলীপ ঘোষের কাছে ইস্তফা পাঠিয়েই মুকুল রায়

  • |
Google Oneindia Bengali News

উলট পূরাণ শুরু হয়ে গিয়েছে বিজেপিতে। বিজেপি ছাড়ছেন একের পর এক মুকুল রায় ঘনিষ্ঠরা। সকালেই দল ছেড়েছেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত। ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেবযানী। মনে করা হচ্ছে মুকুল রায়ের প্রভাবেই দেবযানীর এই দলত্যাগ।

সূত্রের খবর একাধিক বিজেপি বিধায়ক এবং নেতা নাকি তৃণমূলের পথে পা বাড়িয়ে রয়েছেন। আর এই জল্পনার মধ্যেই ফের উত্তর ২৪ পরগনায় বিজেপিতে ভাঙন ঘর ভাঙার আতংকে বঙ্গ বিজেপি।

তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিজেপি নেতার

তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিজেপি নেতার

ফের উত্তর ২৪ পরগনায় বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও বিজেপি নেতা ধ্যানেশনারায়ণ গুহ। বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিক্ষুদ্ধ বিজেপি নেতার অভিযোগ, গেরুয়া শিবিরে থেকে কাজ করতে পারছিলেন না। বিপদের সময় বিজেপি নেতৃত্ব তাঁর পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত ওই নেতা। আর তা নিয়ে প্রকাশ্যে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ্যে। ইতিমধ্যে দিলীপ ঘোষের কাছে তাঁর ইস্তফা পত্র ইমেল মাধ্যম পাঠিয়ে দিয়েছেন।

মুকুল রায়ের বাড়িতে বিজেপি নেতা

মুকুল রায়ের বাড়িতে বিজেপি নেতা

বিজেপি থেকে ইস্তফা দেওয়ার পরেই আজ সোমবার সকালে সল্টলেকে মুকুল রায়ের বাড়িতে যান গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও বিজেপি নেতা ধ্যানেশনারায়ণ গুহ। কথা বলেন মুকুলের সঙ্গে। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, মুকুলদার সঙ্গেই বিজেপিতে যোগদান। কিছু সমস্যা হওয়াতে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম। কথা বলে সমস্যা মিটে গিয়েছে। মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলে ফের ফিরে যাব বলে জানিয়েণ তিনি। তবে এই বিষয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

দল ছাড়লেন বিজেপি নেত্রী

দল ছাড়লেন বিজেপি নেত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এমনই দাবি করে দল ছাড়লেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত। তিনি মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত। মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির আইটি সেলেরও সদস্য ছিলেন তিনি। দেবযানীর দল ছাড়ার পরেই নতুন করে ভাঙনের জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে।

মুকুল ফিরতেই বেসুরো বিজেপি নেতারা

মুকুল ফিরতেই বেসুরো বিজেপি নেতারা

মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই সুর বদল করতে শুরু করে দিয়েছেন একের পর এক হেভিওয়েট বিজেপি নেতা। সুনীল সিং েথকে শুরু করে সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতা প্রকাশ্যেই দলের বিরুদ্ধে সরব হয়েছেন।

মুখ খুললেন দিলীপ ঘোষ

মুখ খুললেন দিলীপ ঘোষ

দলবদল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেণ, "ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে। বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভাল।" ভোটের আগে তৃণমূলের একাধিক বিধায়ক-মন্ত্রী যোগ দেন বিজেপিতে। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম। খানিকটা সফল হয়েছি। খানিকটা হইনি। কোনটা কাজে লাগেনি সেটা বুঝতে হবে।"

English summary
mukul roy followers top bjp leaders may join tmc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X