For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-মোদী সাক্ষাৎ নিয়ে সরব হলেন মুকুল, কৌশলী মন্তব্যে বাড়িয়ে দিলেন জল্পনা

দিল্লি যাচ্ছেন মমতা। তাঁর এই দিল্লি সফরে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি যাচ্ছেন মমতা। তাঁর এই দিল্লি সফরে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মমতা-মোদীর এই সাক্ষাৎ যখন রাজনৈতিক মহলে নানা মুনি নানা মত প্রকাশ করছেন, তখন কৌশলী মন্তব্য করলেন বঙ্গ বিজেপির নেতা মুকুল রায়। তাঁর কৌশলী মন্তব্য, মমতা সাক্ষাৎ করতে যেতে পারেন, কিন্তু মোদী সময় দেবেন কি না তাঁর ব্যাপার।

মোদী সময় দেবেন তো মমতাকে!

মোদী সময় দেবেন তো মমতাকে!

মুকুল রায় এদিন বলেন, ফেডারেল স্ট্রাকচারে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী একশোবার যেতে পারেন প্রধানমন্ত্রীর সাক্ষাতে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রীকে সময়ে দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে এটা একান্তই তাঁর বিষয় বলে

সাবধানী মন্তব্য মুকুল রায়ের

সাবধানী মন্তব্য মুকুল রায়ের

মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর সম্ভাব্য সাক্ষাত নিয়ে সাবধানী বিজেপি নেতা মুকুল রায়। বললেন, ফেডারেল স্ট্রাকচারে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রী আদৌ তাঁকে সময় দেবেন কিনা, তা একান্তই তাঁর ব্যাপার। এটা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য না করাই শ্রেয়।

রাজীবকে নিয়ে জল্পনার মাঝেই

রাজীবকে নিয়ে জল্পনার মাঝেই

উল্লেখ্য, বর্তমান রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ভূমিকা নিয়ে। হাইকোর্টে রক্ষা কবচ প্রত্যাহার করার পর এদিনই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে সিবিআই। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন রাজীব কুমার। এইসব ঘটনাপ্রবাহের পর মুখ্যমন্ত্রীরী দিল্লি যাত্রা এবং মোদীর সাক্ষাৎ প্রার্থী হওয়ার সম্ভাবনর মধ্যে মিল খোঁজার চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক মহল।

মমতার দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন

মমতার দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন

উল্লেখ্য, রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই হানার প্রতিবাদে কলকাতার রাজপথে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু বর্তমানে রাজীব কুমার বর্তমানে ঘোর বিপাকে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রার ঘোষণা তাৎপর্যপূর্ণ। তাঁর দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রার উদ্দেশ্যে নিয়ে।

<strong>[মুকুলের জন্যই বঙ্গে বিজেপির সাফল্য, দিলীপের সামনেই ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের]</strong>[মুকুলের জন্যই বঙ্গে বিজেপির সাফল্য, দিলীপের সামনেই ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের]

[ মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল চমকপ্রদ সুযোগ][ মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল চমকপ্রদ সুযোগ]

English summary
BJP leader Mukul Roy does diplomatic answer on Mamata Banerjee and Narendra Modi meeting. He says will Modiji give time to Mamata Banertjee for meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X