For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল বিজেপির জয়গান গাইলেন তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে দাঁড়িয়ে! জল্পনার পারদ ঊর্ধ্বমুখী

মুকুল বিজেপির জয়গান গাইলেন তৃণমূল নেতার বাড়ি গিয়ে! জল্পনার পারদ ঊর্ধ্বমুখী

Google Oneindia Bengali News

মুকুল রায়কে নিয়ে জল্পনার পারদ ফের চড়তে শুরু করেছে। এবার বীরভূমের নলহাটিতে সটান তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হাজির বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে গিয়েই তিনি ক্ষান্ত হলেন না, সেখানে গিয়ে বিজেপির জয়গানও গাইলেন। আর মুকুলের এই পদক্ষেপ নিয়ে ফের চর্চা শুরু হল রাজ্য রাজনীতিতে।

মুকুল রায় হঠাৎ হাজির তৃণমূল নেতার বাড়িতে

মুকুল রায় হঠাৎ হাজির তৃণমূল নেতার বাড়িতে

বীরভূমের নলহাটি ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারী আমন্ত্রণ জানিয়েছিলেন মুকুল রায়কে। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে মুকুল রায় হাজির হন তৃণমূল নেতার বাড়ি লাগোয়া মন্দিরে। এই মন্দিরের পুজোয় অংশগ্রহণ করেন মুকুল রায়। তারপর মুকুল রায় তৃণমূল নেতার বাড়িতে দাঁড়িয়েই বলেন, ২০২১-এ বিজেপির জয় অবশ্যম্ভাবী।

মুকুল রায় তৃণমূল নেতার আমন্ত্রণ প্রসঙ্গে

মুকুল রায় তৃণমূল নেতার আমন্ত্রণ প্রসঙ্গে

আর তৃণমূল নেতার আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর বাড়িতে আসা প্রসঙ্গে মুকুল রায় বলেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। রাজনীতির সঙ্গে তৃণমূল নেতা বিভাসের বাড়িতে তাঁর আসার কোনও সম্পর্ক নেই। রাজনীতি রাজনীতির জায়গায়, আর বিভাসের বাড়িতে আসা ভালোবাসার তাগিদে।

পুরনো সঙ্গীর সঙ্গে দেখা বাড়ির মন্দিরে

পুরনো সঙ্গীর সঙ্গে দেখা বাড়ির মন্দিরে

মুকুল রায় বলেন, বিভাস তাঁর বাড়ির মন্দিরের পুজোয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি না করতে পারিনি। মানুষের ভালোবাসার তাগিদ আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই তাঁকে টেনে এনেছে বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর বাড়িতে। বিভাস আমার পুরনো সঙ্গী। তাই দেখা করতে এসেছি।

মুকুল যখন বিভাসের বাড়িতে, ঘণীভূত রহস্য

মুকুল যখন বিভাসের বাড়িতে, ঘণীভূত রহস্য

মুকুলের আসা প্রসঙ্গে তৃণমূলের বিভাস বলেন, মুকুলদা ব্যক্তিগত সম্পর্কের তাগিদে এসেছেন আমার বাড়িতে। অযথা রাজনৈতিক রং চড়াবেন না। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে দল শুধু এটুকুতেই বসে থাকছে না। দল তদন্ত করবে, প্রয়োজনে ব্যবস্থাও নেবে বলে জানিয়েছে।

জল্পনা আর রহস্য নিয়ে চর্চা রাজ্য-রাজনীতিতে

জল্পনা আর রহস্য নিয়ে চর্চা রাজ্য-রাজনীতিতে

মুকুলের এই হঠাৎ তৃণমূল নেতার বাড়িতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রহস্যও দানা বাঁধছে। রাজনৈতিক মহলে জল্পনা, ২০২১-এর আগে বিজেপিকে শক্তপোক্ত আসন দিতেই কি মুকুল রায় এই পদক্ষেপ নাকি তিনি তৃণমূলে আসার সোপান রচনা করছেন এভাবেই! সেই জল্পনা আর রহস্য নিয়েই এখন জোর চর্চা রাজ্য রাজনীতিতে।

টাকা নিতে হেলিকপ্টারে, না পেলেই গালমন্দ! পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবে বিজেপি, আশ্বাসে অর্জুনটাকা নিতে হেলিকপ্টারে, না পেলেই গালমন্দ! পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবে বিজেপি, আশ্বাসে অর্জুন

English summary
Mukul Roy demands BJP’s win to go TMC leader’s house in Anubrata Mondal’s fort in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X