For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট হলেই হারবেন মমতা, তাই এত ভোট-ভীতি! পরিবর্তনের বার্তায় বিঁধলেন মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায় হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। ভোট হলেই হারবেন তিনি। সেই ভয়েই ভোট করছেন না। চাঞ্চল্যকর অভিযোগ মুকুলের।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। ভোট হলেই হারবেন তিনি। সেই ভয়েই ভোট করছেন না। ছাত্র সংসদ নির্বাচন হোক বা পুরসভা, কিংবা বিধানসভা- যে কোনও নির্বাচনেই এবার হারের মুখ দেখতে হবে তৃণমূলকে। কিন্তু ভোট না করে যাবে কোথায়! আজ নয় কাল তো ভোট হবেই।

মুকুলের ভোট-কটাক্ষ

মুকুলের ভোট-কটাক্ষ

মুকুল রায় ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সাফ জানিয়ে দিলেন, বাংলায় পরিবর্তনের শুধু সময়ের অপেক্ষা। বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন আসবে। আপনাকে গণতান্ত্রিকভাবে হারিয়েই বিজেপি বাংলার ক্ষমতায় আসবে।

পালাবার রাস্তা নেই!

পালাবার রাস্তা নেই!

মুকুল বলেন, মমতা বুঝতে পেরে গিয়েছেন আর পালাবার রাস্তা নেই। তাই যতদিন এভাবে ক্ষমতায় থাকা যায়, তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছাত্র সংসদে তো নির্বাচন হয়ইনি, তারপর অনেক পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তবু প্রশাসক বসিয়ে তিনি ক্ষমতা ভোগ করে চলেছেন।

২১১ থেকে নামবে ৩০-এ!

২১১ থেকে নামবে ৩০-এ!

বারাসত আদালতে হাজিরা দিতে এসে তিনি ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, রাজ্যে কোনও গণতন্ত্র নেই। পুরসভায় প্রশাসক বসানোই তার মস্ত বড় প্রমাণ। লোকসভায় ৩৪ থেকে ২২-এ নেমে এসেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভায় ২১১ থেকে ৩০-এর নীচে নামিয়ে আনব তৃণমূলকে। এটা আমাদের চ্যালেঞ্জ।

সত্যি মামলা হবে মমতার বিরুদ্ধে

সত্যি মামলা হবে মমতার বিরুদ্ধে

সোমবারও কলকাতা পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। সেইমতো ঠাকুরপুকুর থানায় হাজিরা দেওয়ার পর মুকুল রায় বলেন, আমার সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র করেছে রাজ্য সরকার। এরপর বিজেপি ক্ষমতায় এলে এর ঠিক পাল্টা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা সত্যি মামলায় গ্রেফতার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন ৮ কোটি টাকা চুরির দায়ে।

<strong>[আরও পড়ুন: ভদোদরায় হাসপাতালের শিশু বিভাগে আগুন, আতঙ্কে রোগীরা]</strong>[আরও পড়ুন: ভদোদরায় হাসপাতালের শিশু বিভাগে আগুন, আতঙ্কে রোগীরা]

[আরও পড়ুন: বাংলায় নজর ৪০ শতাংশ ভোটে! ভাগবতের দেখানো ত্রুটি শুধরাতে আসরে অমিত][আরও পড়ুন: বাংলায় নজর ৪০ শতাংশ ভোটে! ভাগবতের দেখানো ত্রুটি শুধরাতে আসরে অমিত]

English summary
Mukul Roy criticizes Mamata Banerjee will lose any kind of vote in Bengal. He blames Mamata doesn’t vote in fear of defeat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X