For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতি বসুর হাওয়া লেগেছে মমতাদির! দুই মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তোপ মুকুলের

জ্যোতি বসুর হাওয়া লেগেছে মমতাদির গায়ে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা প্রসঙ্গে মুকুল রায় বলেন, আগেও দেখেছি, কথায় কথায় বিদেশ যেতেন জ্যোতি বসু।

Google Oneindia Bengali News

জ্যোতি বসুর হাওয়া লেগেছে মমতাদির গায়ে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা প্রসঙ্গে মুকুল রায় বলেন, আগে দেখেছি, কথায় কথায় বিদেশ যেতেন জ্যোতি বসু। বলে যেতেন চিকিৎসা করাতে যাচ্ছি। ফিরে বলতেন নতুন শিল্প এনেছে। এখন মমতাদি শিল্প আনছি বলে বিদেশ যাত্রা করছেন। কিন্তু আদতে কোনও শিল্পই আসেনি, আসছেও না।

জ্যোতি বসুর হাওয়া লেগেছে মমতাদির! দুই মুখ্যমন্ত্রীকে একই বন্ধনীতে রেখে তোপ মুকুলের

এ প্রসঙ্গে মুকুল রায়ের প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রী কুর্সিতে বসলেই এমন বিদেশ যাত্রার 'রোগ' দেখা দেয়। জ্যোতি বসুরও ছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও একই 'রোগ' ধরেছে। কথায় কথায় ইতালি যাচ্ছেন, চিন যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন। আবারও তিনি নানা শিল্প আসার গল্প ফাঁদবেন। কিন্তু বাস্তবে আসবে না কোনও শিল্পই। আজ পর্যন্ত কোনও শিল্প আসেওনি।

উল্লেখ্য, এ মাসেরই শেষ সপ্তাহে চিন সফরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতবছর জুন মাসে এই চিন সফরে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু তখন কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হয়নি। ফের চিন সফরের আমন্ত্রণ এসেছে। এবার অবশ্য কেন্দ্রের তরফে কোনও সমস্যা তৈরি করা হয়নি। তবে বাংলার বিজেপি নেতৃত্ব মমতার এই চিন সফরকে ভালো চোখে দেখছে না।

[আরও পড়ুন: বিজেপির সমর্থন প্রত্যাহার! জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা][আরও পড়ুন: বিজেপির সমর্থন প্রত্যাহার! জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা]

এদিন পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন মুকুল রায়। বলেন, ২০১৩ সালে ৬১ জন খুন হয়েছিল। এবার হল ৭২ জন। আমি একবারও বলছি না, ৭২ জনই বিজেপির বা বিরোধী দলগুলির। কিন্তু যে ৭২ জন খুন হলেন, তার কোনও জবাব কি আছে মমতাদির কাছে। কোনও জবাব নেই। তিনি আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেননি। এদিন পুরুলিয়ার তিন কর্মীর রহস্য-মৃত্যু নিয়েও সরব হন মুকুল রায়।

[আরও পড়ুন:পেট্রোপণ্যের শুল্ক কমার সম্ভাবনা আদৌ কি আছে! যা হিসেব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি][আরও পড়ুন:পেট্রোপণ্যের শুল্ক কমার সম্ভাবনা আদৌ কি আছে! যা হিসেব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি]

English summary
Mukul Roy criticizes CM Mamata Banerjee on foreign tour. Mukul demand Mamata Banerjee goes to foreign like Jyoti Basu,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X