For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলটা উল্টানো কচ্ছপের মতো! 'ম্যানেজিং ডিরেক্টর' দিদিকে কটাক্ষ মুকুলের

মোসাহেবদের নিয়ে ঘুরে বেরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বলাচ্ছেন প্রধানমন্ত্রী হবেন। কিন্তু অঙ্ক কোথায়। মালদহে বিজেপির সভা মঞ্চ থেকে কটাক্ষের পর প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

মোসাহেবদের নিয়ে ঘুরে বেরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বলাচ্ছেন প্রধানমন্ত্রী হবেন। কিন্তু অঙ্ক কোথায়। মালদহে বিজেপির সভা মঞ্চ থেকে কটাক্ষের পর প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপিতে গিয়ে পাপের প্রায়শ্চিত্য করছেন বলেও জানিয়েছেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকীর্তির কথা তিনি প্রচারের আনছেন বলেও জানিয়েছেন।

পাপের প্রায়শ্চিত্য

পাপের প্রায়শ্চিত্য

একসময়ে মমতার সঙ্গে দল করেছেন। কিন্তু বিজেপিতে গিয়ে তিনি বলছেন পাপের প্রায়শ্চিত্য করছেন। এহেন মুকুল রায় বলেন, ৫৪৩ আসনের লোকসভায় প্রধানমন্ত্রী হতে গেলে ২৭২ জনের সমর্থন লাগবে। কিন্তু পশ্চিমবঙ্গের ৪২ টি আসন বাদ দিয়ে তিনি প্রার্থী দিতে পারবেন না। পাটিগণিতের অঙ্কের কথা বলেন মুকুল রায়। তৃণমূলের দাবি অনুযায়ী ২০১৯-এর নির্বাচনে ৪২-এর ৪২ টি আসন পাবে তৃণমূল। মুকুল রায়ের কথায় ১৯৯৮ থেকে ২০১৮-এই কুড়ি বছরে যদি ৪২ টি আসন পায় তৃণমূল, তাহলে ১০০ বছরে ৯০ টি আসনে প্রার্থী দিতে পারবে তৃণমূল। আর ২০০ আসনে প্রার্থী দিতে গেলে আপনার পরিবারের কউ থাকবে না। সমাবেশ থেকে কটাক্ষ করেন মুকুল রায়।

নিজের ছায়াকে ভয়

নিজের ছায়াকে ভয়

মুকুল রায় বলেন পার্টিটাই তো উঠে গিয়েছে। তৃণমূলের সমাবেশে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কেননা নিজের ছায়াকেও ভয় করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলটা উল্টানো কচ্ছপের মতো

দলটা উল্টানো কচ্ছপের মতো

বাংলার মন্ত্রী আর বিধায়কদের অবস্থা উল্টানো কচ্ছপের মতো। যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সোজা করেন, তখন সোজা হয়ে যান। নচেত নয়।

মমতাকে একাধিক প্রশ্ন

মমতাকে একাধিক প্রশ্ন

বিশ্ব বাংলার লোগো নিয়েও ফের প্রশ্ন তোলেন মুকুল রায়। গ্রামে গঞ্জে সরকারি কেরোসিন বিলিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন মুকুল রায়। পাশাপাশি আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের বিভিন্ন উপযোগিতা তুলে ধরেন মুকুল রায়।

সিঙ্গুরে সিবিআই তদন্ত চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন ভয় সিবিআই-তে, প্রশ্ন তোলেন মুকুল রায়।

মুকুল রায়ের চ্যালেঞ্জ

মুকুল রায়ের চ্যালেঞ্জ

তিনি রাজনীতির পরীক্ষা দিয়েছেন বারবার। তৃণমূলের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি আসন দখলের ডাককে কটাক্ষ করেন মুকুল রায়। তিনি বলেন, তৃণমূল যদি যদি কুড়ি ছাড়াতে পারেন, তাহলে রাজনীতি থেকে দূরে সরে যাবেন তিনি।

পিসি ভাইপোর দল

পিসি ভাইপোর দল

মুকুল রায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, দলটা তখন পিসি ভাইপোর। পিসি ম্যানেজিং ডিরেক্টর আর ভাইপো ডিরেক্টর। ১৯-এর ব্রিগেডের সমাবেশে আড়াই লক্ষ লোককে ২৫ লক্ষ বলে চালানো অন্যায় বলে দাবি করেন মুকুল রায়।

মুকুলের স্লোগান

মুকুলের স্লোগান

মালদহের মঞ্চ থেকে মুকুল রায় স্লোগান তোলেন, এবার বাংলা, চলো বদলাই।

English summary
Mukul Roy criticises Mamata Banerjee on different issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X