For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছাড়ছেন সোমেন মিত্র, যোগ দেবেন কংগ্রেসেই

Google Oneindia Bengali News

তৃণমূল ছাড়ছেন সোমেন মিত্র, যোগ দেবেন কংগ্রেসেই
কলকাতা, ২ নভেম্বর : 'তৃণমূলে যোগ দেওয়া ভুল হয়েছে। তৃণমূলের আমলেই রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে।' শুক্রবার এই অভিযোগ তুলেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সোমেন মিত্র দলে ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। একইসঙ্গে জানিয়ে দিলেন লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসেই আবার ফিরে যাবেন তিনি।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী সোমেনবাবু। এদিন সোমেনবাবু বলেন, কংগ্রেসই আমার দল। তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্তটা যে আমার ভুল ছিল এখন তা বুঝতে পেরেছি। আমি আবারও কংগ্রেসেই ফিরে যেতে চাই। বর্তমান সরকারের আমলে মানুষের নিরাপত্তার বিষয়টা বাম রাজত্বের অনিয়ম ও বিশৃঙ্খলার কথাই মনে করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূল প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমেনবাবুর সম্পর্কের চড়াই-উতরাই কারও অজানা নয়। দুজনেই কংগ্রেসে থাকার সময় থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল সোমেন-মমতার। ১৯৯৭ সালে মমতা কংগ্রেস ছেড়ে বোরিয়ে নিজের নতুন দল গড়ে তুললে সে সম্পর্ক একেবারে খাদের কিনারায় গিয় পৌছয়। কিন্তু কয়েকবছর পরই ফের একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। ২০০৮ সালে তৃণমূলে যোগ দেন সোমেন মিত্র। বছর ঘুরতেই পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় দীর্দিন ধরে রাজ্য কংগ্রেসের বিশিষ্ট পদে থাকা সোমেনবাবু তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে কখনওই তেমন প্রাধান্য পাননি। দলের এই অবহেলাই সহ্য করতে পারেননি প্রবীন এই নেতা। সেই কারণেই ফের কংগ্রেসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

English summary
MP Somen Mitra quits TMC, rejoins Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X