For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় জাওয়াদের পিছনে লাইন রয়েছে আরও ২-৩টি ঘূর্ণিঝড়ের, দুর্যোগ-শঙ্কা বাংলায়

ঘূর্ণিঝড় জাওয়াদের পিছনে লাইন রয়েছে আরও ২-৩টি ঘূর্ণিঝড়ের, দুর্যোগ-শঙ্কা বাংলায়

Google Oneindia Bengali News

আম্ফান ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিল, তারপর ইয়াসের প্রভাবও কম পড়েনি। এবার ঘূর্ণিঝড় জাওয়াদ অসময়ে এসে হাজির। ঘূর্ণিঝড় রূপে জাওয়াদ আছড়ে না পড়লেও এর পিছনে যে লাইন দিয়ে রয়ছে আরও দু-তিনটি ঘূর্ণিঝড়, সেই আভাস দিয়ে রাখলেন আবহবিদরা। শীত কাটলেই আরও দু-তিনটি ঝড় হানা দেবে বাংলা অভিমুখে, এমন সম্ভাবনা প্রবল।

গ্রীষ্মে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হবে সমুদ্রে

গ্রীষ্মে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হবে সমুদ্রে

ভূতত্ত্ববিদ সুজীব কর ঘূর্ণিঝড় জাওয়াদের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শীতকালে সাধারণত শান্ত জলবায়ু বিরাজ করে বঙ্গোপসাগরে। ফলে ঘূর্ণিঝড় তৈরি হয় না এই সময়। শীতকাল কেটে গ্রীষ্মকাল আসার মূহূর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয় সমুদ্রে। সেইসময়ই পর পর সাইক্লোন দেখা দেবে এবার।

বাংলার বুকে সাইক্লোনের প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা

বাংলার বুকে সাইক্লোনের প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা

আবহবিদদের কথা, এবার মার্চ থকে মে মাসের মধ্যে দুই থেকে তিনটি সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। জুন পর্যন্ত যে সাইক্লোন তৈরি হয়, সেগুলি সাধারণ পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশের দিকেই আসে। ফলে বাংলার বুকে সাইক্লোনের প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা থাকে গ্রাষ্মকালীন ওই সময়ে।

জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের বদল আবহাওয়ায়

জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের বদল আবহাওয়ায়

এখন প্রশ্ন, বঙ্গোপসাগরে এত ঘনঘন সাইক্লোন তৈরি হচ্ছে কেন, কেনই বা তা বাংলা অভিমুখে ধেয়ে আসছে। জলবায়ু বিশেষজ্ঞদের ধারণা, এবার শীতকাল হবে দীর্ঘ। কিন্তু শীতেও মাঝেমধ্যে বৃষ্টিপাত হবে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের বদল ঘটছে আবহাওয়ায়। জলচক্র সক্রিয় হয়ে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়ে দিচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ, জলের তলায় যাবে কলকাতা!

জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ, জলের তলায় যাবে কলকাতা!

বিশেষজ্ঞরা বলছেন, শুধু বৃষ্টিপাতের পরিমাণই বাড়বে না, জলবায়ু পরিবর্তনের জেরে সাইক্লোনের সংখ্যাও বাড়বে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ফলে অদূর ভবিষ্যতে কলকাতা-সহ ১২টি শহর জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের সম্ভাবনা বাড়ছে। বাড়ছে সাইক্লোনের সংখ্যা। দুটি সাইক্লোনের মধ্যে ব্যবধানও কমছে।

কিন্তু কেন বারবার বাংলার দিকেই ধেয়ে আসছে সাইক্লোন

কিন্তু কেন বারবার বাংলার দিকেই ধেয়ে আসছে সাইক্লোন

সেই প্রশ্নের জবাবে আবহবিদরা বলেন, বঙ্গোপসাগরে তাপমাত্রা এই মুহূর্তে তুলনামূলকভাবে বেশি। সাধারণত এই সময় বঙ্গোপসাগরের তাপমাত্রা অপেক্ষাকৃত শীতল থাকে। ফলে এই সময় কোনও সাইক্লোন তৈরি হয় না। যে পরিমাণ তাপমাত্রা নামার কথা বঙ্গোপসাগরের, সেই পরিমাণ তাপমাত্রা নামেনি। ফলে সাইক্লোন তৈরি হয়েছে। তাপমাত্রার তারতম্যের কারণে সাইক্লোনের মুখে পড়ছে বাংলা।

ভূমিভাগের তাপমাত্রার সঙ্গে সমতা বিধান গতিপথ পরিবর্তন

ভূমিভাগের তাপমাত্রার সঙ্গে সমতা বিধান গতিপথ পরিবর্তন

প্রথমত এই সাইক্লোনটি প্রশান্ত মহাসাগর থেকে থাইল্যান্ডের উপর দিয়ে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নেমে এসেছে। এই দীর্ঘপথ অতিক্রম করায় তা শক্তিসঞ্চয় করেছে। আবার বঙ্গোপসাগরে এসে অনুকূল পরিবেশ পেয়েছে। তাই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবার ভূমিভাগের তাপমাত্রার সঙ্গে সমতা বিধান করতে না পারায় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে।

বাংলার উপকূলে বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশের দিকে জাওয়াদ

বাংলার উপকূলে বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশের দিকে জাওয়াদ

এই সাইক্লোনটি অন্ধ্রপ্রদেশ ল্যান্ডফল করার কথা ছিল। কিন্তু সেখানকার ভূমিভাগ ও জলভাগের তাপমাত্রার মধ্যে সমতা তৈরি হয়ে যাওয়ায় অভিমুখ বদল করে উত্তর-পশ্চিমে গতিপথ পরিবর্তন করে। একই কারণে ওড়িশীর পুরীতেও ল্যান্ডফল হচ্ছে না। তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। বাংলার উপকূলে বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। এই যাত্রাপতে নিঃশেষ হবে জাওয়াদের পূর্ণশক্তি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
More two or three cyclones remain in line on way of Cyclone Jawad toward West Bengal coast from Bay of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X