For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ গড়ে মহা সাফল্য গেরুয়া শিবিরের, তৃণমূল ছেড়ে বিজেপিতে হাজারের বেশি নেতা-কর্মী

পশ্চিম মেদিনীপুরে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম মেদিনীপুরে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহের শেষে এই জেলার চন্দ্রকোনায় হাজারের বেশি নেতা-কর্মী একত্রিত হয়ে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছে বলে খবর। সবমিলিয়ে সংখ্যাটা প্রায় এগারোশো-র কাছাকাছি বলে জানা গিয়েছে।

বিজেপিতে স্বাগত

বিজেপিতে স্বাগত

জেলার বিজেপি সভাপতির উপস্থিতিতে সকলকে গেরুয়া শিবিরে আমন্ত্রণ জানানো হয়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলায় বিজেপি এর ফলে আরও মজবুত হল বলে পদ্ম শিবির মনে করছে।

তৃণমূলের অত্যাচারে বিজেপিতে

তৃণমূলের অত্যাচারে বিজেপিতে

একসময়ে তৃণমূলের বুথ সভাপতি থাকা জনৈক নেতা জানিয়েছেন, দল তৈরির পর থেকেই আমরা তৃণমূল করেছি। এখন নতুন অনেকে এসে নাম লিখিয়েছে। তোলা তুলছে। কিছু বলতে গেলে পুরনো পার্টি-কর্মীদের মারধর করছে। ফলে কেউই তা মানতে পারছেন না।

[আরও পড়ুন: জোট-মুখ্যমন্ত্রীর স্ত্রীর জয়ে 'লজ্জা'য় বিজেপি! লোকসভার আগে কংগ্রেসের কাছে অশনি সংকেত][আরও পড়ুন: জোট-মুখ্যমন্ত্রীর স্ত্রীর জয়ে 'লজ্জা'য় বিজেপি! লোকসভার আগে কংগ্রেসের কাছে অশনি সংকেত]

পুরনোরা অবহেলার শিকার

পুরনোরা অবহেলার শিকার

দল ছেড়ে বিজেপি নাম লেখানো সদস্যদের প্রত্যেকেই ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুর্নীতির আখাড়া হয়ে গিয়েছে বলে তোপ দেগেছেন তাঁরা। এসব থেকে বাঁচতে ও সুষ্ঠুভাবে রাজনীতি করতেই যে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন দলত্যাগী তৃণমূলীরা।

[আরও পড়ুন: বিধানসভা থেকে লোকসভার প্রচার! মধ্যপ্রদেশে ৪০জন তারকা প্রার্থী বেছে নিল বিজেপি ][আরও পড়ুন: বিধানসভা থেকে লোকসভার প্রচার! মধ্যপ্রদেশে ৪০জন তারকা প্রার্থী বেছে নিল বিজেপি ]

উচ্ছ্বসিত পদ্ম শিবির

উচ্ছ্বসিত পদ্ম শিবির

গেরুয়া শিবিরের তরফেও সকলকে দলে আহ্বান জানানো হচ্ছে। জেলায় জেলায় তৃণমূলের অত্যাচারে মানুষ উপায় না দেখে বিজেপিতে যোগ দিচ্ছেন। লোকসভা ভোটের আগে এর পরিমাণ আরও বাড়বে বলেই বিজেপি শিবির মনে করছে।

[আরও পড়ুন:নোট বাতিলের ২য় বর্ষপূর্তি! মোদীর কাছে এমনই দাবি রাহুলের দলের][আরও পড়ুন:নোট বাতিলের ২য় বর্ষপূর্তি! মোদীর কাছে এমনই দাবি রাহুলের দলের]

English summary
More than thousand TMC workers joined BJP in West Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X