For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীঘ্রই বাংলায় চালু হতে চলেছে মনোরেল পরিষেবা

  • |
Google Oneindia Bengali News

শহরে পরিবহনের বিকল্প উপায় হিসাবে শীঘ্রই রাজ্যে মনোরেল পরিষেবা চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। করা হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক ভাবে শিয়ালদহ ও টিটাগড়ের মধ্যে এই পরিষেবা চালু হতে পারে বলে জানা যাচ্ছে।

এবার বাংলায় চালু হতে চলেছে মনোরেল পরিষেবা


এই প্রসঙ্গে ভারতীয় রেলের নিয়ন্ত্রণাধীন ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যতীশ কুমার বলেন,"আমরা রাজ্যে মনোরেল স্থাপনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা শুরু করেছি। সরকার এটি চালু করতে আগ্রহী, তবে এখনও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়নি। শিয়ালদা এবং টিটাগড়ের মধ্যে মনোরেল চলবে।"

মূলত পরিষ্কার ও দূষণ-রোধক পরিবহনের উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে খবর। শুক্রবার শহরের একটি বেসরকারি হোটেলে 'ক্লিন অ্যান্ড গ্রিন মেকানিকাইজড আরবান ট্রান্সপোর্টেশনের বিকল্প উপায়' শীর্ষক একটি সেমিনার এই বক্তব্য রাখেন তিনি। এদিনের অনুষ্ঠানে ভারতীয় বন্দর রেল ও রোপওয়ে কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার (মেকানিক্যাল) সঞ্জীব মেতরে ছাড়াও আরও একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত গতবছরই মুম্বইয়ে প্রথম সাড়ে উনিশ কিলোমিটার দীর্ঘ মনোরেল পরিষেবা শুরু হয়। ২০১৯ সালের মার্চ মাস থেকেই সাধারণ মানুষ এই পরিষেবার সুযোগ নিতে পারছেন। যদিও এই রুটের প্রথম ৮ কিলোমিটার যাত্রাপথ ২০১৪ সালেই যাত্রী পরিবহনের অনুমতি পেয়েছিলো বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এই রুট থেকে সরকারের প্রায় সাত কোটি টাকা আয়ও হয়েছে বলে খবর।

English summary
This time, monorail service will start in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X