For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই মহালয়া, ঘাটে ঘাটে দেখা যাবে চেনা ছবি, রুট বদল চক্র রেলের

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা। মহালয়া উপলক্ষ্যে পিতৃ পুরুষের উদ্দেশ্যে চলবে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা। মহালয়া উপলক্ষ্যে পিতৃ পুরুষের উদ্দেশ্যে চলবে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ। প্রতি বছরই বাগবাজারে সারদা মায়ের ঘাট, বাবুঘাট, রানি রাসমণির ঘাট, আর্মেনিয়ান ঘাট সহ একাধিক ঘাটে চলবে তর্পণ।

রাত পোহালেই মহালয়া, ঘাটে ঘাটে দেখা যাবে চেনা ছবি

কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতেও এদিন গঙ্গার এই ঘাটগুলিতে ভিড় জমায় মানুষ। ভিড় জমে কলকাতার অপরদিকে হুগলির একাধিক ঘাটেও। আর সেকারণেই পুরসভা ও প্রশাসনের উদ্যোগে চলছে গঙ্গার ঘাটে ঘাটে পরিষ্কারের কাজ।

আগের পুজোয় বিসর্জনের ঠাকুরের কাঠামো তুলে নেওয়া হচ্ছে। ভিড়ের সঙ্গে পাল্লা দিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নজরদারি বাড়ানোর জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও।

এছাড়াও মহালয়া উপলক্ষ্যে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়ের কথা মাথায় রেখে সোমবার ও মঙ্গলবার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ রেখেছে পূর্ব রেল। যে সার্কুলার ট্রেন অর্থাৎ চক্ররেলগুলি অন্যদিন প্রিন্সেপ ঘাট বা মাঝেরহাটের দিকে যেত, তার মধ্যে বেশিরভাগ ট্রেন বাতিল করে শিয়ালদহগামী করা হয়েছে। বাকি বেশকিছু ট্রেন চলাচল করবে কলকাতা স্টেশন (চিৎপুর) পর্যন্ত।

English summary
Monday is Mahalaya, Kolkata police and administration is ready to tackle any situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X