For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বাঘ হবেন দেশের বাঘ! মমতা সম্পর্কে আশাবাদী চন্দ্রবাবু

এই নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্র মোদী শোচনীয় ভাবে হারবে এবং আগামী দিনে সরকার গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নেবেন। বললেন চন্দ্রবাবু নাইডু।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

এই নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্র মোদী শোচনীয় ভাবে হারবে এবং আগামী দিনে সরকার গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নেবেন।
ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা টুডুর সমর্থনে বুধবার লালগড়ে একটি সভা করতে এসে এই কথাই বললেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

বাংলার বাঘ হবেন দেশের বাঘ! মমতা সম্পর্কে আশাবাদী চন্দ্রবাবু

এদিন এই সভায় চন্দ্রবাবু নাইডুর সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী , তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। পরে বিকালে তমলুক কেন্দ্রের হলদিয়াতেও একটি সভা করেন তিনি।
বৃহস্পতিবার , খড়্গপুরে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একই সভাতে থাকার কথা আছে চন্দ্রবাবু নাইডুর।

তার আগে, লালগড়ের সভায় তিনি বলেন এই রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "তিনি এখন বাংলার বাঘ। আগামী দিনে তিনি দেশের বাঘ হবেন। এই নির্বাচনে বিজেপি শোচনীয় ভাবে হারবে। তারা গত পাঁচ বছরে যে অন্যায় করেছে এবার তার শাস্তি পাবে। আর এই বার রাজ্যে সব কয়টি আসনে তৃণমূল কংগ্রেস শুধু জিতবেই না, আগামী দিনে তিনি দেশ গঠনে এবং দেশের নতুন সরকার তৈরি করতে একটি উল্লেখযোগ্য ভূমিকা নেবেন।

যে এলাকায় তিনি এদিন সভা করেন সেই এলাকা এক সময় ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। এখন অবশ্য মাওবাদীদের এই এলাকাতে কোনও অস্তিত্ব নেই। এর জন্য মমতাকে পুরো 'ক্রেডিট' দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী। "এই এলাকা দীর্ঘদিন মাওবাদীদের এলাকা ছিল। এখন এখানে শান্তি বিরাজ করছে। তার পুরো কৃতিত্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। যে ভাবে এখানে মাওবাদীদের দমন করা গিয়েছে তা দর্শনীয় ও অনুকরণীয়। এখন এখানে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে, কাজ হচ্ছে। এখানে মানুষ শান্তিতে আছে, সুখে আছে, এর থেকে বেশি আনন্দের কথা আর কী হতে পারে?"

রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের ঢালাও প্রশংসা করার পাশাপাশি বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন চন্দ্রবাবু নাইডু। "এই সরকার দুর্নীতির সরকার আর এই প্রধানমন্ত্রীর মতো এত দুর্নীতিপরায়ণ প্রধানমন্ত্রী দেশ আগে দেখেনি। মন্তব্য করেন চন্দ্রবাবু। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য, কৃষকদের জন্য কোনও কাজ করেনি, বরং তাঁর জন্য এঁদের , এই দেশের দুর্ভোগ অনেক বেড়েছে। ৫ বছর আগে ভালোর কথা ভেবে মানুষ মোদীকে ভোট দিয়েছলেন। এবার তাঁরা আর কোনও মতেই ক্ষমতায় আসতে পারবে না। মোদী নিজেকে যতই সৎ বলে প্রতিপন্ন করার চেষ্টা করুন না কেন, তিনি আসলে সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ন ব্যক্তি। দাবি করেন চন্দ্রবাবু।

এরই সঙ্গে চন্দ্রবাবুর অভিযোগ, মোদী ভারতের সংবিধান মেনে কাজ করেন না এবং সব নিয়মনীতি ভেঙে কাজ করছেন। তার আমলে দেশে অর্থনৈতিক পরিকাঠামো পুরো ভেঙ্গে পড়েছে বলেও অভিযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

English summary
Modi will loose in the Election and Mamata will take important role in Govt formation, told Naidu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X