For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার চিকিৎসকদের সুরক্ষায় অ্যাপ, কী আছে তাতে

আত্মরক্ষায় এবার মোবাইল অ্যাপ চিকিৎসকদের। ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের তরফে চালু করা হয়েছে এই অ্যাপ। কোনও চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলা হলে, অ্যাপের মাধ্যমে খবর যাবে সদস্যদের কাছে

  • |
Google Oneindia Bengali News

আত্মরক্ষায় এবার মোবাইল অ্যাপ চিকিৎসকদের। ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের তরফে চালু করা হয়েছে এই অ্যাপ। কোনও চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলা হলে, অ্যাপের এসওএস বোতামটি টিপলেই সে খবর চলে যাবে পুলিশ ও আক্রান্ত চিকিৎসক-সতীর্থদের কাছে।

ফোরামের প্রায় ১৫ হাজার সদস্য আছেন। তাঁদের সবার কাছে খবর যাবে একই সঙ্গে। খবর যাবে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কলকাতা ও রাজ্য পুলিশের সদর দফতরেও।

এবার চিকিৎসকদের সুরক্ষায় অ্যাপ, কী আছে তাতে

ফোরামের কর্তারা মনে করছেন, আক্রান্ত হওয়ার খবর সঙ্গে সঙ্গে পেলে পুলিশের কাজে যেমন সুবিধা হবে, তেমনই আক্রান্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানও দ্রুত সাহায্য পাবেন।

নিগ্রহ ঠেকাতে আত্মরক্ষার জন্য মার্শাল আর্টের কথা ভেবেছিলেন চিকিৎসকরা। চিকিৎসক-রোগী সম্পর্কে অবনতি ঘটাতে পারে, এই ভেবে বিষয়টি থেকে পিছিয়ে আসা হয়।

নিজেদের সুরক্ষার জন্য ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের এই মোবাইল অ্যাপ চালুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রায় সব মহলই।

নারী সুরক্ষার জন্য একই রকম 'প্যানিক বাটন' -এর ব্যবস্থা চালু রয়েছে কলকাতা পুলিশের 'আই ওয়াচ' অ্যাপে।

English summary
Mobile app for doctors protection by West Bengal Doctors Forum, app will connect about 15 thousand members, it will connect police also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X