For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির আরও একটি উইকেট পড়ার অপেক্ষা! তৃণমূল যোগের ইঙ্গিত দিলেন হিরণ

বিজেপির আরও একটি উইকেট পড়ার অপেক্ষা! তৃণমূল যোগের ইঙ্গিত দিলেন হিরণ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর থেকেই জল্পনার পারদ চড়েছে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে। তবে কি হিরণ তৃণমূলে ফিরছেন? বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁর? তাৎপর্যপূর্ণ জবাবে কিন্তু লুকিয়ে রয়েছে ইঙ্গিত। কেননা শুধু বিজেপির গ্রুপ ছেড়েই ক্ষান্ত হননি তিনি, দিলীপ ঘোষের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ।

হিরণ আছে উন্নয়নের পক্ষে, জল্পনা

হিরণ আছে উন্নয়নের পক্ষে, জল্পনা

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর হিরণ মুখ খুলেছেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ জানিয়ে তিনি বলেন, হিরণ আছে উন্নয়নের পক্ষে। তাঁর এই অবস্থান স্পষ্ট করে দেওয়া নিয়েই জল্পনার পারদ চড়েছে। রাজ্য রাজনীতিতে রীতিমতে তোলপাড় পড়ে গিয়েছে তাঁকে নিয়ে। আরও অনেক বিধায়ক-সাংসদ বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন, কিন্তু সরাসরি অবস্থান স্পষ্ট করেননি কেউ।

দলে আমার কোনও দরকার নেই

দলে আমার কোনও দরকার নেই

বিজেপির প্রাক্তন রাজ্য সভপাতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তাঁর ক্ষোভ, তাঁর ক্ষোভ বিজেপির বঙ্গে নেতৃত্বের বিরুদ্ধে। তিনি বলেন, দল আমাকে সংগঠনের কাজে লাগায় না। বঙ্গ বিজেপির বড় বড় নেতারা মনে করেন, দলে আমার কোনও দরকার নেই। তাই নিজেকে সরিয়ে নিয়েছি। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব।

দিলীপের বিরুদ্ধে ক্ষোভ হিরণের

দিলীপের বিরুদ্ধে ক্ষোভ হিরণের

এখানেই শেষ নয়। হিরণ বলেন, দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন, ইচ্ছামতো দল চালান। আমাকে কিছুই জানান না। দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি খড়গপুরে যান দলের কাজে। তাই সবাইকে জানাবার প্রয়োজন তিনি বোধ করেন না। বিধায়কের উচিত দলের কাজকর্ম নিয়ে খোঁজ খবর রাখা। তিনি যদি তা না করেন, দলের কেউ সব কিছু জানাতে যাবে না।

দিলীপ দিলেন হিরণকে পাল্টা

দিলীপ দিলেন হিরণকে পাল্টা

বিজেপির সর্বভারতীয় সহ সভপাতি দিলীপ ঘোষ মেদিনীপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন, আমি একজন নির্বাচিত জন প্রতিনিধি। তিনিও একজন নির্বাচিত জন প্রতিনিধি। জন প্রতিনিধিদের পার্টির গাইডেন্স মেনে চলা উচিত। মানুষ আমাদের জিতিয়েছেন। তাই মানুষের সঙ্গে থাকতে হবে। পার্টির সঙ্গে থাকতে হবে। এটাই নিয়ম।

প্রসঙ্গ হিরমের তৃণমূলে ফেরা

প্রসঙ্গ হিরমের তৃণমূলে ফেরা

এটা পরিষ্কার যে দিলীপ ঘোষের সঙ্গে বৈরিতার কারণেই হিরণ বিজেপিতে বিমুখ হয়েছেন। সেইসঙ্গে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও তাঁর ক্ষোভ রয়েছে। এখন তিনি মন্তব্য করেছেন উন্নয়নের সঙ্গে আছেন। তাঁর এই মন্তব্যে জল্পনা বেড়েছে যে, তিনি তৃণমূলে ফিরতে পারেন। তবে তিনি যে তৃণমূলেই ফিরবেন একথা তিনি নিজেও বলেননি বা তৃণমূল দাবি করেনি। ফিরহাদ হাকিম শুধু জানিয়েছেন, বিজেপি ২০০ আসন পাবে এমন আওয়াজ তুলে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দলে এনেছিল। তাঁরা বুঝতে পারছেন বিজেপির বেলুন ফেঁসে গিয়েছে।

English summary
MLA Hiran Chatterjee increases speculation to return in TMC leaving BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X