For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসিরহাট জুড়ে বনধের মিশ্র প্রতিক্রিয়া

বসিরহাট জুড়ে বনধের মিশ্র প্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

এনআরসি ও সিএএ ইস‌্যু নিয়ে বাম ও কংগ্রেস সমর্থিত ১২টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ভারতব‍্যাপী যে ধর্মঘটের ডাক দিয়েছিল, তার মিশ্র প্রতিক্রিয়া পড়ল সমগ্র বসিরহাট মহকুমা জুড়ে। বসিরহাটের সিপিএম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকরা বনধের সমর্থনে মিছিল করেন।

বসিরহাট জুড়ে বনধের মিশ্র প্রতিক্রিয়া

বসিরহাটের ভ‍্যাবলা, হাড়োয়া রোড, সন্ডালিয়া সহ রেল স্টেশনে বনধ সমর্থকরা সাময়িক রেল অবরোধ করলেও এখন স্বাভাবিক রেল চলছে। বসিরহাটের পিফায় মালঞ্চ রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেও পরে তা উঠে যায়। এছাড়াও রাস্তায় মানুষ ও যানবাহন কম চললেও তা স্বাভাবিক চলাচল করছে, দোকানপাটও খুলেছে।

স্বরূপনগরে তেঁতুলিয়া হাকিমপুর সীমান্ত রোডে বনধ সমর্থকরা রাস্তা অবরোধ করলে সীমান্তগামী ট্রাকের চালকরা রাস্তায় নামলে তাদের সাথে বনধ সমর্থকদের বচসা বাধে। কিছু সময় পরে অবশ‍্য অবরোধ উঠে যায়। সন্দেশখালিতে ছোট কলাগাছি, বড় কলাগাছি, বেতনি নদীতে ফেরি চলাচল স্বাভাবিক।

এছাড়া সুন্দরবন থেকে কলকাতাগামী বাসন্তী হাইওয়েতে (রাজ‍্য সড়ক ৩এ) যানবাহন স্বাভাবিক গতিতে চলেছে। হাড়োয়া রাজারহাট রাজ‍্য সড়ক ৩ এ বনধের সমর্থনে মিছিল ও অবরোধ করেন সমর্থকরা। মিনাখাঁয় নেরুলি বাজারে বনধ সমর্থকদের সঙ্গে বচসা বাধে পুলিশের। হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লকে বনধের কোন বনধের কোন প্রভাব পড়েনি। তবে মোটের উপর কিছু বিক্ষিপ্ত ঘটনা সমগ্র বসিরহাট মহকুমা জুড়ে বনধের সেরকম প্রভাব পড়েনি, জনজীবন স্বাভাবিক সমগ্র মহকুমা জুড়ে।

বসিরহাটের মানুষ সর্বাত্মক ভাবে বনধকে প্রত‍্যাখান করেছে। আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র বসিরহাটের ঘোজাডাঙ্গায় সীমান্ত বাণিজ্য স্বাভাবিক।

English summary
Mixed reaction on Bharat Bandh in Basirhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X