For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন বেঙ্গল: রাজ্যে আসছেন অরুণ জেটলি, অমিত শাহ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
কলকাতা, ৭ অগস্ট: পাখির চোখ পশ্চিমবঙ্গ। পাখির চোখ ২০১৬।

আর তাই চলতি মাসেই রাজ্য সফরে আসছেন অরুণ জেটলি। সামনের মাসে আসবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দু'জনের ইচ্ছে, কলকাতায় এসে বিদ্বজ্জনদের সঙ্গে মিলিত হবেন। কারণ দলের নেতারা মনে করছেন, জনমত গঠনে সুশীল সমাজের একটা ভূমিকা থাকে।

২৪ অগস্ট একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন অরুণ জেটলি। নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর পরই যিনি সবচেয়ে ক্ষমতাশালী, তাঁর আগমন বিশেষ তাৎপর্য বয়ে আনবে বৈকি! সম্মোহনী ব্যক্তিত্ব অরুণ জেটলি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্য রাজনীতির জলও মেপে নেবেন বলে মনে করা হচ্ছে।

৬-৭ সেপ্টেম্বর বাংলায় আসছেন নরেন্দ্র মোদীর 'ডান হাত' তথা 'মাস্টার স্ট্র্যাটেজিস্ট' অমিত শাহ। সাংগঠনিক দক্ষতা থাকলে কেমন ভেলকি দেখানো সম্ভব, তা প্রমাণ করেছেন এই অমিত শাহ। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৭১টি। সহযোগীদের ধরলে এই সংখ্যা ৭৩। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও বিপুল ভোট পেয়েছে দল। গোটাটাই সম্ভব হয়েছে অমিত শাহের রণকৌশলের কারণে। পশ্চিমবঙ্গে আগামী ২০১৬ সালের ভোটেও তিনি ভেলকি দেখাবেন বলে আশা। সেপ্টেম্বরের ৬-৭ তারিখে তিনি শিলিগুড়িতে বিজেপি-র রাজ্য সম্মেলনে বক্তব্য রাখবেন। রাজ্যের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন। শোনা যাচ্ছে, ৩০ নভেম্বর ধর্মতলায় যে মেগা সমাবেশ করতে চলেছে বিজেপি, সেখানেও হাজির থাকবেন অমিত শাহ।

বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা গতকাল সাংবাদিকদের জানান, "প্রথমে আমরা ঠিক করেছিলাম, কলকাতায় বিরাট সভা করে অমিতজিকে স্বাগত জানাব। কিন্তু পরে ভেবে দেখলাম, শুধু কলকাতায় সভা করে লাভ নেই। তাই অবহেলিত উত্তরবঙ্গেই হবে তাঁর প্রথম সভা।"

এই মুহূর্তে উত্তরবঙ্গে এসসেফেলাইটিসে পরপর মারা যাচ্ছেন মানুষ। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ। মানুষ ক্ষুব্ধ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গে জনভিত্তি মজবুত করতে চায় বিজেপি।

English summary
Arun Jaitley and Amit Shah will visit Bengal on August 24 and September 6-7 respectively. It will boost BJP workers' spirit, say political analysts. The main focus will be assembly election of 2016.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X