For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর পাইলট কারে ধাক্কা লরির, বরাতজোরে রক্ষা বড়সড় দুর্ঘটনার হাত থেকে

কাঁথির বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। কনভয় নন্দকুমার-তমলুক রোড দিয়ে ছুটে চলার সময় লরির সঙ্গে সংঘর্ষ বাধে পাইলট কারের।

  • |
Google Oneindia Bengali News

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কনভয়ে একটি ইটবোঝাই লরি ঢুকে পড়ায় বিপত্তি ঘটে। পাইলট কারের সঙ্গে সংঘর্ষ হয় লরিটির। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নন্দকুমার-তমলুক ১১৬বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

শুভেন্দুর পাইলট কারে ধাক্কা লরির, বরাতজোরে রক্ষা বড়সড় দুর্ঘটনার হাত থেকে

[আরও পড়ুন:'অসুস্থ' লকেটের বাড়িতে মুকুল! মমতার বিরুদ্ধে লড়াইয়ে 'ভোকাল টনিক' নেত্রীকে ][আরও পড়ুন:'অসুস্থ' লকেটের বাড়িতে মুকুল! মমতার বিরুদ্ধে লড়াইয়ে 'ভোকাল টনিক' নেত্রীকে ]

এদিন সকালে কাঁথির বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় নন্দকুমার-তমলুক রোড দিয়ে ছুটে চলার সময় একটি ইটবোঝাই লরির সঙ্গে সংঘর্ষ বাধে কনভয়ের একটি পাইলট কারের। পাইলট কারে থাকা পুলিশকর্মীরা গুরুতর জখম হন। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।

[আরও পড়ুন:সোনার মেঘে আঁকা ছবিতে মোহময়ী বাংলার আকাশ! রহস্যভেদ করলেন আবহবিদরা][আরও পড়ুন:সোনার মেঘে আঁকা ছবিতে মোহময়ী বাংলার আকাশ! রহস্যভেদ করলেন আবহবিদরা]

তবে শুভেন্দু অধিকারীর গাড়ির কোনও ক্ষতি হয়নি। তিনি একেবারেই সুরক্ষিত রয়েছেন। দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নেমে জখমদের চিকিৎসার বন্দোবস্ত করেন। দুর্ঘটনার পরই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কী করে কনভয়ে ঢুকে পড়ল ইট বোঝাই লরি, তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

English summary
Minister Shuvendu Adhikary is saved from a accident at East Midnapur. His pilot car clash with a truck
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X