For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুলিশের উদ্যোগ, মানসিক অসুস্থ যুবক ফিরে পেল পরিবার

কলকাতা পুলিশের উদ্যোগ, মানসিক অসুস্থ যুবক ফিরে পেল পরিবার

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

গত রবিবার দুপুরে উসকোখুসকো চেহারার এক যুবককে রবীন্দ্র সরোবরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। লেকে ঘুরতে আসা কিছু মানুষ রবীন্দ্র সরোবর থানায় ফোন করে ব্যাপারটা জানান। ডিউটি অফিসার সুনীল কুমার ঘোষ লেক থেকে ঐ যুবককে থানায় নিয়ে আসেন। যুবককের কথাবার্তা অসংলগ্ন। ভালো করে নিজের কথা বলতে পারছিলেন না তিনি। তবু প্রচুর চেষ্টার পর এইটুকু তাঁর কাছ থেকে জানা যায় যে তাঁর নাম কৃষ্ণ হাজরা, বাড়ি বর্ধমানের বুদবুদ এলাকায়।

কলকাতা পুলিশের উদ্যোগ, মানসিক অসুস্থ যুবক ফিরে পেল পরিবার

সঙ্গে সঙ্গে বুদবুদ থানায় যোগাযোগ করেন সুনীলবাবু। ঐ থানার অন্তর্গত সমস্ত জায়গায় কৃষ্ণ হাজরার খোঁজ করতে অনুরোধ করা হয়। কৃষ্ণ হাজরার ছবিও পাঠানো হয়। সন্ধ্যার দিকে বুদবুদ থানা থেকে জানানো হয় ঐ ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা গেছে। বুদবুদের কোটা গ্রামে বাড়ি। বাড়িতে আছেন বাবা, স্ত্রী ও দুই মেয়ে । পরিবারের লোক জানান কৃষ্ণ হাজরার কিছু মানসিক সমস্যা আছে। গত বৈশাখ মাস থেকে নিখোঁজ তিনি। তাঁর বাড়ির লোক প্রচুর খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। তবে কোনো মিসিং ডায়রি করেননি তাঁরা।

কৃষ্ণ হাজরার বাড়ির লোককে অবিলম্বে কলকাতায় আসতে বলা হয়। তবে তাঁরা জানান তাঁদের আসতে একদিন সময় লাগবে। তখন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে সাময়িকভাবে তাঁকে রাখা হয় কসবার একটি হোমে। সেখানে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোষাক পরিয়ে দেওয়া হয়। এরপর সোমবার বিকেলে তাঁর স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা এলে এলে তাঁকে তুলে দেওয়া হয় বাড়ির লোকের হাতে।

রামও অপরাধ মুক্ত দেশ গড়তে পারতেন না, উন্নাও ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া বিজেপি বিধায়কেররামও অপরাধ মুক্ত দেশ গড়তে পারতেন না, উন্নাও ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের

English summary
Mentally challenged boy got back his family in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X