For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়গপুর আইআইটির পড়ুয়াদের পাঁচদিনে ১০০০টি চাকরির অফার একাধিক বহুজাতিক সংস্থার

  • |
Google Oneindia Bengali News

গত পাঁচ দিন ধরে ছাত্র ছাত্রীদের প্লেসমেন্টের জন্য আইআইটি-খড়গপুরে চলছে ক্যাম্পাসিং। দেশ-বিদেশের মোট ১৪৪ টি নামজাদা সংস্থা হাজির হয়েছে এই প্লেসমেন্ট প্রোগ্রামে। এইসব সংস্থাগুলি গত পাঁচ দিন ধরে আইআইটি-খড়গপুরে এসে এখনও পর্যন্ত প্রায় ১০০০ টি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে পড়ুয়াদের। শনিবার এক বিজ্ঞপ্তির প্রকাশের মাধ্যমে একথা জানায় রাজ্যের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

পাঁচ দিনে ১০০০টিরও বেশি চাকরির প্রস্তাব পেলো আইআইটি-খড়গপুর

সূত্রের খবর, জাপান আমেরিকা সহ বিদেশের নানান খ্যাতনামা কোম্পানি চাকরির ঝুলি নিয়ে হাজির হয়েছে আইআইটি-খড়গপুরে। সফটওয়্যার, হার্ডওয়্যার, কনসালট্যান্ট , ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং সহ বিভিন্ন সেক্টরে চাকরির প্রস্তাব নিয়ে গত পাঁচ দিন ধরে উপস্থিত এই সব সংস্থা গুলি।

ওই বিবৃতির মাধ্যমে জানা গেছে এখন পর্যন্ত হানিওয়েল ৩৬টি চাকরির প্রস্তাব দিয়েছে ছাত্রদের। পাশাপাশি এক্সেল ২৫টি চাকরির অফার দেয় বলেও জানা যায়। বিশ্বখ্যাত সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা মাইক্রোসফট সেখানে ২৪টি ও অর্থ বিষয়ক সংস্থা বার্ক্লেস পড়ুয়াদের জন্য ২০টি চাকরির অফার দিয়েছে।

বিদেশি সংস্থা গুলির মধ্যে ছিল পাঁচটি জাপানি সংস্থা , দুটো আমেরিকান বহুজাতিক সংস্থা এবং তাইওয়ানের এক নামকরা আন্তর্জাতিক সংস্থা। যারা পড়ুয়া দের জন্য খুলে দিয়েছে বিদেশে চাকরির দরজা। মাইক্রোসফট, উবের, হানিওয়েল সহ বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পড়ুয়া দের কাছে। জানা যাচ্ছে, প্রথম দফার প্লেসমেন্ট চলবে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত। তার পর দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে।

English summary
IIT-Kharagpur offers more than 1000 jobs in five days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X