For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির শক্ত ঘাঁটিতেই মুকুলের মাস্টারস্টোক! গঙ্গাপ্রসাদের হাত ধরেই তৃণমূলে যোগ আরও নেতার

নতুন করে অশান্তির বার্তা! রাজ্য ভাগের দাবিতে অনড় বিজেপি সাংসদ জন বার্লা। উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি তুলেছেন। যদিও তাঁর মন্তব্যের সঙ্গে বিজেপি সহমত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

  • |
Google Oneindia Bengali News

নতুন করে অশান্তির বার্তা! রাজ্য ভাগের দাবিতে অনড় বিজেপি সাংসদ জন বার্লা। উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি তুলেছেন। যদিও তাঁর মন্তব্যের সঙ্গে বিজেপি সহমত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কার্যত ভোটের পর থেকে বেসুরো বিজেপি নেতারা। শুধু তাই নয়, দল ভাঙতেও শুরু করেছে।

ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর এরপর থেকে একের পর এক নেতা আরও বিদ্রোহের সুর চড়িয়েছে দলের মধ্যে। আর এর মধ্যে বার্লার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক।

বিজেপি শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার!

বিজেপি শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার!

উত্তরে বিজেপির শক্তঘাঁটির মধ্যে একটি আলিপুরদুয়ার। বিধানসভার প্রত্যেকটি আসনই বিজেপির দখলে। সাংসদও পেয়েছে বিজেপি। আর সেখানে বড়সড় ভাঙন ধরিয়েছেন মুকুল রায়। ইতিমধ্যে আলিপুরদুয়ারের দক্ষ সংগঠক তথা জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক বিজেপি নেতা। সোমবার তাঁরা তৃণমূল ভবনে এসে দলবদল করেন। যা কিনা বিজেপির কাছে বড়সড় ধাক্কা। যদিও এই ধাক্কা মানতে নারাজ বঙ্গ বিজেপি।

মঙ্গলবার ফের ভাঙন উত্তরে

মঙ্গলবার ফের ভাঙন উত্তরে

তৃণমূলে যোগ দেওয়ার পরেই মঙ্গলবার আলিপুরদুয়ারে ফেরেন তাঁরা। মাদারিহাটে শাসক শিবিরের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। জেলা প্রাক্তন বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদের হাত ধরে ফের বিজেপিতে ভাঙন ধরে। একাধিক বিজেপি নেতা গঙ্গাপ্রসাদের হাত ধরে এদিন দলবদল করে শাসকদল তৃণমূলে যোগ দেন। খোদ বিজেপির শক্তঘাঁটিতে ক্রমশ নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে শাসকদল তৃণমূল। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মুকুল রায় বলেন, এটা পূর্বাভাস। শেষের শুরু।

সাংসদকে আক্রমণ প্রাক্তন বিজেপি নেতার

সাংসদকে আক্রমণ প্রাক্তন বিজেপি নেতার

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই এদিন বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ করেন প্রাক্তন জেলা সভাপতি। গঙ্গাপ্রসাদ বলেন, এলাকার সাংসদ কোনও কাজ করেননি। আর এখন মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আর টা বাংলার মানুষের মেনে নেবে না বলেই মন্তব্য তৃণমূল নেতার। শুধু তাই নয়, বাংলা ভাগের রাজনীতি করলে বিজেপিতে আরও ভাঙন ধরবে বলে মনে করা হচ্ছে।

উত্তরে ভাঙন!

উত্তরে ভাঙন!

ভাঙন লেগেই রয়েছে বিজেপিতে। ফের সেই উত্তরবঙ্গে ভাঙন ধরল। বিজেপি ছাড়লেন রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং জেলার পর্যবেক্ষক ভাস্কর দেন। মঙ্গলবারই তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর দল ছাড়ার কথা জানিয়েছিলেন। এখন প্রশ্ন, তিনিও কি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে? তিনি যেভাবে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে তাতে জল্পনা বেড়েই চলেছে তাঁর তৃণমূলে যোগদান নিয়ে। দার্জিলিং জেলার পর্যবেক্ষক বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর দে পদত্যাগ করলেন। তিনি ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

English summary
many bjp leaders join tmc at alipurduar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X