For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-মানিক ভাইভাই, এখনও লজ্জা নেই, বিদ্রূপ মমতার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
কলকাতা, ২ ডিসেম্বর: নিজে সৌজন্য দেখাতে জানেন না। কেউ দেখালেও না-পসন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাই নরেন্দ্র মোদীর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বৈঠক নিয়ে ব্যঙ্গবাণ ছাড়তে ভুললেন না। মঙ্গলবার শিলিগুড়িতে দলীয় কর্মীসভায় সোচ্চার হন তিনি।

গতকালই মানিক সরকার বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভালো প্রশাসক। তাই সুশাসন বা 'গুড গভর্ন্যান্স' নিয়ে তিনি ত্রিপুরার মন্ত্রীদের কিছু বলুন। এ দিন ত্রিপুরা সফরে যান প্রধানমন্ত্রী। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান কমিউনিস্ট মানিক সরকার। ত্রিপুরার উন্নয়ন নিয়ে কথা বলার পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। এই খবর সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরই পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: মোদীতে মুগ্ধ কমিউনিস্ট মানিক, সুশাসন নিয়ে ভাষণ দেওয়ার আহ্বান

তিনি বলেছেন, "এখন ভাই-ভাই হয়েছে। দুই ভাই। বড় ভাই-ছোট ভাই। শুধু মুখভর্তি জল। এখনও এদের লজ্জা নেই। পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেসকে শেষ করতে সিপিএম আর বিজেপি এক হয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা আছি, আমরা থাকব।"

"ওঁর গায়ে জ্বালা ধরছে কেন? মনে হচ্ছে, কলতলার ঝগড়া দেখছি", বললেন বোলান

বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "যে যেমন পরিবেশে বড় হয়েছে, তার চিন্তাভাবনাও সেই রকম। উনি কিছুতেই সীমাবদ্ধতা ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না।"

রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেন, "একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এটাই রীতি। উনি এখানেও রাজনীতি খুঁজছেন কেন? লালকৃষ্ণ আদবানি, অরুণ জেটলির সঙ্গে যখন নিজে গিয়ে দেখা করেছিলেন, তখন বরং রাজনীতি করতে গিয়েছিলেন।"

লেখিকা বোলান গঙ্গোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ও তো কিছুদিন আগে লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেন এলেন। বললেন সৌজন্য সাক্ষাৎ। তা এখন যদি একজন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, তাতে ওঁর গায়ে এত জ্বালা ধরছে কেন? মনে হচ্ছে, কলতলার ঝগড়া দেখছি।"

English summary
Mamata terms Modi, Manik Sarkar as brothers, BJP-CPM retaliate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X