For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব্যসাচীর স্থলাভিষিক্ত হচ্ছেন কৃষ্ণাই, বিধাননগর পুরসভার মেয়র বেছে দিলেন মমতা

কে হবেন বিধাননগর পুরসভার পরবর্তী মেয়র- তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। সব্যসাচী দত্তের অপসারণের পর বেশ কয়েকটি নাম ভাসছিল।

Google Oneindia Bengali News

কে হবেন বিধাননগর পুরসভার পরবর্তী মেয়র- তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। সব্যসাচী দত্তের অপসারণের পর বেশ কয়েকটি নাম ভাসছিল। উত্তেজনার পারদ নামার পর সন্তর্পণে কৃষ্ণা চক্রবর্তীকেই বেছে নেওয়া হল বিধাননগরের মেয়র হিসেবে। নবান্নে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে।

সব্যসাচীর স্থলাভিষিক্ত হচ্ছেন কৃষ্ণাই, বিধাননগর পুরসভার মেয়র বেছে দিলেন মমতা

এর আগেও সল্টলেক পুরসভার চেয়ারপার্সন ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। সল্টলেক ও রাজারহাট পুরসভা মিশে পুর নিগম গঠন হওয়ার পর মেয়র হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী আর চেয়ারপার্সন ছিলেন কৃষ্ণাদেবীই। এবার সব্যসাচী দত্ত অপসারিত হওয়ার পর সেই কৃষ্ণাদেবীকেই বেছে নেওয়া হল মেয়র হিসেবে।

সব্যসাচী দত্তের অপসারণের পর থেকে কৃষ্ণা চক্রবর্তীর নাম ভাসছিল মেয়র হিসেবে। এ ছাড়া নাম উঠে এসেছিল ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের। এমনকী সুজিত বসুর নামও ভাসছিল মেয়র হিসেবে। শেষপর্যন্ত সর্বসম্মতিক্রমে উঠে আসে কৃষ্ণা চক্রবর্তীর নামই। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডেকে বৈঠকের পর জানিয়ে দেন কৃষ্ণাই মেয়র হচ্ছেন। মেয়র পারিষদরাও তাতে সম্মতি জানায়।

কৃষ্ণ চক্রবর্তীর কাঁদের উপর এবার বড় দায়িত্ব বর্তাল। তার উপর সব্যসাচী দত্তের ছেড়ে যাওয়া ঈসনে বসা। সেই চাপও থাকবে তাঁর। সব্যসাচীর মতো প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট রাজনীতিককে সামলাতে হবে কৃষ্ণাকে। তাই তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ। মমতার তাঁর উপর ভরসা রেখেছেন। যুব কংগ্রেস নেত্রী থাকাকালীনই কৃষ্ণা চক্রবর্তী মমতার ছায়াসঙ্গী ছিলেন।

English summary
Mamata selects Krishna Chakraborty as a Mayor of Bidhannagar Municipal Corporation. Krishna Chakraborty becomes Mayor after Sabyasachi Dutta’s removal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X