For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইজরায়েল থেকে দেশে পেগাসাস আমদানি করেছেন মমতা' বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

'ইজরায়েল থেকে দেশে পেগাসাস আমদানি করেছেন মমতা' বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

  • |
Google Oneindia Bengali News

পেগাসাস ইস্যু নিয়ে এমনিতেই দেশের রাজনীতিতে উত্তেজনা রয়েছে৷ স্পাইওয়ার বিতীকে এবার নতুন মাত্রা যোগ করলেন বঙ্গ-বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি একটি ফেসবুক ভিডিওতে সরাসরি পেগাসাসের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। বুধবার ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওটিতে তারিখ দেওয়া হয়েছে ২রা ফেব্রুয়ারির, এবং ভিডিওটির একটি কোনায় দিল্লি বলে উল্লেখ করা হয়েছে৷

কী বলেছেন দিলীপ?

কী বলেছেন দিলীপ?

বুধবার ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দিলীপ ঘোষ পেগাসাস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন। তবে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের দিকেও আঙুল তুলেছেন দিলীপ ঘোষ৷ ফেসবুকে নিজের পেজে পোস্ট করা ভিডিওটিতে তিনি বলেছেন, 'পেগাসাস এল কোথা থেকে৷ আমরা তো বাবার জনমেও শুনিনি, উনিই (মমতা বন্দ্যোপাধ্যায়) শুনিয়েছেন। ওঁর খুব বিশ্বস্ত সৈনিক রাজীব কুমারকে উনি ২০১৭ সালে ইসরায়েলে পাঠিয়েছিলেন। একবার গিয়ে বিফল হয়ে ফিরে এসেছেন, দ্বিতীয়বার সেটিং করে সেই পেগাসাস-কে নিয়ে এসেছেন৷'

আরও যা বললেন দিলীপ!

আরও যা বললেন দিলীপ!

তবে এখানেই থেমে জাননি দিলীপ, ফেসবুকে পোস্ট করা ভিডিওতে তিনি আরও যোগ করেছেন, ' ইজরায়েল থেকে নিয়ে আসা এই পেগাসাস দিয়ে প্রথম ফোন ট্যাপিং উনিই (মমতা) শুরু করেন। এবং মুকুল রায় যখন আমাদের দলে ছিলেন তখন তিনি এই ফোন ট্যাপিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। এই পুরো জিনিসটাই উনি শুরু করেছেন। এবং এটা পাপ করেছেন বলে বুঝতে পেরেছেন তাই এই জিনিসটা এখন আমাদের ঘাড়ে চাপিয়ে মুক্ত হতে চাইছেন।'

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন কী বলছে?

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন কী বলছে?

তবে দিলীপ ঘোষ যাই বলুন না কেন, সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে পেগসাস নিয়ে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন দেশের বিজেপি সরকারকে যথেষ্ট চাপে ফেলেছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে ইসরায়েলের কাছ থেকে পেগসাস কিনেছিল মোদী সরকার! এর পরই পি চিদাম্বরম সহ প্রথম সারির কংগ্রেস নেতারা মোদি সরকারকে আক্রমণ শুরু করে। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের দাবি যে, ২০১৭ সালে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস এবং একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিময়ে অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দা চুক্তির অন্তর্গত ছিল!

English summary
BJP MP from bengal and former State president Dilip Ghosh explosive allegation against Mamata Bandopadhyay on Pegasus issue. In a video posted on his FB page dilip claims that, Mamata has imported Pegasus in the country from Israeli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X