For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ইদের শুভেচ্ছায় ধেয়ে আসছে 'জয় শ্রীরাম' কমেন্ট! টুইটারেও বিজেপি-তৃণমূল যুদ্ধ জারি

খুশির ইদ উপলক্ষ্যে দেশ জুড়ে আজ উৎসবের পালা। গোটা দেশের বিভিন্ন অংশে এদিন পালিত হচ্ছে খুশির ইদ । ইদ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন শুভেচ্ছা বার্ত

  • |
Google Oneindia Bengali News

খুশির ইদ উপলক্ষ্যে দেশ জুড়ে আজ উৎসবের পালা। গোটা দেশের বিভিন্ন অংশে এদিন পালিত হচ্ছে খুশির ইদ । ইদ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইদের টুইটবার্তা নিয়ে ফের একবার সরগরম সোশ্যাল মিডিয়া।

মমতার ইদের শুভেচ্ছায় ধেয়ে আসছে জয় শ্রীরামমন্তব্য! টুইটারেও বিজেপি-তৃণমূল যুদ্ধ জারি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা প্রথমেই জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। টুইটারে তিনি ইদের শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোস্ট করেন । আর তারপরই এই পোস্টের প্রেক্ষিতে শুরু হয়ে যায় কমেন্ট -বাণ। বিজেপি শিবির থেকে একের পর এক কমেন্ট আসতে থাকে, 'জয় শ্রীরাম' লিখে। একাধিক ব্যক্তি কমেন্ট করতে থাকেন, 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে।

মমতার ইদের শুভেচ্ছায় ধেয়ে আসছে জয় শ্রীরামমন্তব্য! টুইটারেও বিজেপি-তৃণমূল যুদ্ধ জারি

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতি 'জয় শ্রীরাম' ধ্বনি বিতর্কে রীতিমতো তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতার কনভয়ের সামনে এই স্লোগানতোলাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় যাবতীয় বিবাদ , বিতর্ক। যাঁরা তাঁকে দেখে এই স্লোগান দিয়েছেন ,তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি শিবিরও। তাঁরাও এই নিয়ে পাল্টা রাজৈনৈতিক পদক্ষেপ নিয়ে ১০ লাখ 'জয় শ্রীরাম' লেখা কার্ড মমতার বা়ডিতে পাঠান। অন্যদিকে,তার পাল্টা হিসাবে ২০ লাখ কার্ড মোদীর কাছে পাঠানোর ঘোষণা করে তৃণমূল।

English summary
Eid 2019 : Mamata extends Eid-ul-Fitr greetings, Twitterati wish her back with 'Jai Shri Ram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X