For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুইল চেয়ারেই বাংলা জয়, এক পােয়ই খেলা শেষ করলেন মমতা

হুইল চেয়ারেই বাংলা জয়, এক পােয়ই খেলা শেষ করলেন মমতা

Google Oneindia Bengali News

ভাঙা পােয়ই খেলা হবে। হুইল েচয়ারেই বাংলা জয় করব। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই খেলাই হল। হুইল েচয়ার ছেড়ে এবার উঠে দাঁড়ালেন মমতা। কালীঘাটে দলীয় কর্মীদের জয়ের অভিনন্দন জানিয়ে মমতা বলেছেন, বাংলার জয়,বাংলাই পারে। মোদী-শাহের জোড়া ফলাও আঁচর কাটতে পারেনি বাংলার মাটিতে। বিজেপির ২০০আসনের টার্গেট ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।

নন্দীগ্রামে পায়ে চোট

নন্দীগ্রামে পায়ে চোট

ভবানীপুরের নিরাপদ কেন্দ্র ছেড়ে এবার নন্দীগ্রামকে কুরুক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন মমতা। সেই নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের পরেই ঘটে বিপত্তি। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ১১মার্চ মনোনয়ন পেশের পর গাড়িতে চড়েই জনসংযোগ করছিলেন তিনি। হঠাৎই প্রবল ভিড়ের চাপে গাড়ি থেকে পড়ে যান মমতা। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বাম পায়ের হাড়ে চিড়ধরেছে বলে জানান চিকিৎসকরা। যদিও ব্যান্ডেজ করানোর দুদিন পর্যবেক্ষণে রেখেই ছেড়ে দেওয়া হয় মমতাকে।

ভাঙা পায়ে বাংলা জয়ের চ্যালেঞ্জ

ভাঙা পায়ে বাংলা জয়ের চ্যালেঞ্জ

পায়ে আঘাত লেগে মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রচারে যেতে পারবেন না এমনই মনে করেছিল বিজেপি। এমনকী পা ভাঙার নাটক করছেন মমতা এমনও দাবি করেছেন বিজেপি নেতারা। মমতা কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই ভাঙা পায়ে বাংলা জয়ের পণ করেছিলেন তিনি। হুইল চেয়ারে বসেই বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন তিনি। একের পর এক সভা করেছেন তিনি। লড়াকু মমতা হুইল চেয়ারে রোড শো, পদযাত্রা করতেও ছাড়েননি। নন্দীগ্রাম থেকে শহর কলকাতা সর্বত্র প্রচারে ঝড় তুলেছেন তিনি।

দুয়ারে সরকারের ফল

দুয়ারে সরকারের ফল

পরিকল্পনা করে একেবারে পিকের পথনির্দেশেই ধাপে ধাপে এগিয়েছেন মমতা। পরিকল্পনা করেই দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়। তাতে সুপারহিট স্বাস্থ্যসাথী প্রকল্প। কয়েক কোটি মানুষ লাইন দিয়েছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে। মমতার এই নারীদরদী প্রকল্পের ধারে কাছে ঘেঁসতে পারেনি মোদী সরকারের আয়ুষ্মান ভারত বা কৃষিনিধি প্রকল্প। প্রতিটি সভায় মোদী শাহরা একেরপর এক প্রকল্পে কেবল মাত্র টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মোদী সরকারের জনধন প্রকল্পের ভাঁওতা বাংলার মানুষ ভুলে যাননি। তার থেকে তাঁদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে মমতার স্বাস্থ্যস্বাথী,কন্যাশ্রী প্রকল্প। বাংলার মেয়েদের কল্যাণে মমতার একাধিক প্রকল্প কামাল দেখিয়ে দিল।

হুইল চেয়ারেই খেলা শেষ

হুইল চেয়ারেই খেলা শেষ

ভাঙা পা নিয়ে আর হুইল চেয়ারে প্রচার করে মানুষের আবেগ নিয়ে খেলছেন বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতারা। সেই হুইল চেয়ারেই বাংলা জয় করলেন মমতা। মনের জোরে পায়ের আঘাত নিয়েও প্রচারে খামতি রাখেননি মমতা। মমতার লড়াকু মেজাজই অর্ধেক ভোট এনে দিয়েছে। ভোটের ফলাফলে সেই অঙ্কই স্পষ্ট হয়েছে।

English summary
Mamata Banerjee win Bengal seating on wheel chair in in West Bengal Assembly Election 2021 Result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X